সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যেই যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) বকাবকি করেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)! এমন খবরই ঘোরাফেরা করছে ক্রিকেটমহলে। সোমবার প্রকাশ্যে অনুশীলন করেছে ভারতীয় দল। তারপর থেকেই জোর চর্চা, লিডসে সেঞ্চুরি করলেও যশস্বীর সার্বিক পারফরম্যান্সে মোটেই খুশি নয় টিম ম্যানেজমেন্ট। তার জেরে 'শাস্তি'ও পেতে পারেন তরুণ ক্রিকেটার।
কথায় বলে, ‘ক্যাচেস উইন ম্যাচেস’। বহু ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া সেই প্রবাদকে আবারও সত্যি করেছেন যশস্বী। লিডস টেস্টের প্রথম ইনিংসে তিনি ফেলেছিলেন তিনটি ক্যাচ। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ফেলেন বেন ডাকেটের গুরুত্বপূর্ণ ক্যাচ। শুধু তাই নয়, ম্যাচ হারের মুখে দাঁড়িয়েও কোমর দুলিয়ে নেচেছেন যশস্বী। সবমিলিয়ে, তরুণ ক্রিকেটারকে নিয়ে বিতর্ক বেড়েছে। প্রশ্ন উঠছে, আদৌ কি স্লিপ কর্ডনে ফিল্ডিং করার যোগ্যতা আছে যশস্বীর?
বিতর্কের মধ্যেই সোমবার অনুশীলনে নামে ভারতীয় দল। সংবাদসংস্থা রেভস্পোর্টস সূত্রে খবর, সেখানে দেখা যায়, যশস্বীর সঙ্গে বেশ উত্তেজিতভাবে কথা বলছেন টিম ইন্ডিয়ার হেডকোচ। দীর্ঘক্ষণ কথা বলার পরে গম্ভীর নিজেও যশস্বীর 'ক্লাস' নেন। স্লিপে আসা কঠিন ক্যাচ কীভাবে লুফতে হয়, নিজেই হাতেকলমে দেখিয়ে দেন গম্ভীর। তবে দীর্ঘ আলোচনার পরেও যশস্বীকে নিয়ে সন্তুষ্ট হতে পারেননি টিম ইন্ডিয়ার হেডকোচ। সম্ভবত স্লিপ কর্ডন থেকে সরিয়ে অন্য কোথাও ফিল্ডিং করানো হবে যশস্বীকে। তাঁর পরিবর্তে হয়তো সাই সুদর্শনকে স্লিপ কর্ডনে দাঁড় করানো হবে।
অনুশীলন শেষে সেরকম ইঙ্গিত দিয়েছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতেও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, "শর্ট লেগে ফিল্ডিংয়ের জন্যও ফিল্ডারদের প্রস্তুত রাখতে হবে, কারণ দুই স্পিনার নিয়ে খেললে ওই পজিশন খুবই গুরুত্বপূর্ণ। তবে যশস্বী খুবই ভালো ফিল্ডার। আপাতত ওকে গালি থেকে সরিয়ে অন্যত্র ফিল্ডিং করানো যেতে পারে।" দুশখাতের দাবি, তরুণ ক্রিকেটারের আত্মবিশ্বাস ফেরানোর জন্যই এমন পদক্ষেপ করা হতে পারে।
