shono
Advertisement
Virat-Anushka

মেসি দর্শন নয়, ভারতে পা রেখেই প্রেমানন্দ মহারাজের আশ্রমে বিরুষ্কা, ভাইরাল ভিডিও

Virat Anushka Visit Premanand Maharaj: চলতি বছর এই নিয়ে তৃতীয়বার প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরুষ্কা।
Published By: Anwesha AdhikaryPosted: 03:55 PM Dec 16, 2025Updated: 04:39 PM Dec 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ভারতে থাকার পাট কার্যত চুকিয়ে দিয়েছেন। লন্ডনেই পুত্র-কন্যাকে নিয়ে তাঁর সুখী সংসার। সেই বিরাট কোহলিকে দিনকয়েক আগে ভারতে ফিরতে দেখা যায়। নেটিজেনরা ধরে নিয়েছিলেন, লিওনেল মেসির সঙ্গে সাক্ষাৎ করতে ভারতে ফিরেছেন কিং। কিন্তু মেসি দর্শন নয়, বিরাটের ভারতে আসার নেপথ্যে রয়েছে আধ্যাত্মিক টান।

Advertisement

সদ্যসমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে স্বপ্নের ফর্মে ছিলেন বিরাট। রাঁচিতে ১৩৫, রায়পুরে ১০২, বিশাখাপত্তনমে অপরাজিত ৬৫ রানের সৌজন্যে প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি ওয়ানডেতে তাঁর রান ৩০২। গড় ১০০-র উপরে। চলতি বছর ১৩ ইনিংসে মোট ৬৫১ রান করেছেন। যা একই ক্যালেন্ডার বছরে সর্বাধিক রানের নজির। আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও দুই নম্বরে উঠে এসেছেন বিরাট। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হতেই ভারত ছেড়েছিলেন কিং কোহলি।

রবিবার ভারতে ফেরেন বিরাট। স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা যায় তাঁকে। সেই দেখ নেটদুনিয়ার বদ্ধমূল ধারণা হয়, মেসির সঙ্গে দেখা করতে মুম্বই এসেছেন বিরাট। কিন্তু মুম্বইয়ের অনুষ্ঠানে শচীন তেণ্ডুলকর থাকলেও কোহলিকে মঞ্চে দেখা যায়নি। তারপর দিল্লিতেও মেসির অনুষ্ঠানে বিরাট ছিলেন না। দুই মহাতারকাকে একফ্রেমে দেখার জন্য মুখিয়ে ছিলেন ক্রীড়াপ্রেমীরা। কিন্তু তাঁদের স্বপ্নপূরণ হয়নি।

মেসি ভারত ছাড়ার পরদিনই বৃন্দাবনে দেখা যায় বিরুষ্কাকে, প্রেমানন্দ মহারাজের আশ্রমে। মহারাজের সঙ্গে একান্তিক বার্তালাপ করছেন তারকা দম্পতি, সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। মহারাজের বার্তা, "নিজের কাজকে ভগবানের সেবা মনে করো। আর খুব নাম জপ করো।" এই কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে। উল্লেখ্য, চলতি বছর এই নিয়ে তৃতীয়বার প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরুষ্কা। টেস্ট থেকে অবসর নেওয়ার পরদিনই বিরাট ছুটে গিয়েছিলেন আশ্রমে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সদ্যসমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে স্বপ্নের ফর্মে ছিলেন বিরাট।
  • আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও দুই নম্বরে উঠে এসেছেন বিরাট। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হতেই ভারত ছেড়েছিলেন কিং কোহলি।
  • মেসি ভারত ছাড়ার পরদিনই বৃন্দাবনে দেখা যায় বিরুষ্কাকে, প্রেমানন্দ মহারাজের আশ্রমে।
Advertisement