shono
Advertisement
Abhigyan Kundu

ধোনির উত্তরসূরি! যুব এশিয়া কাপে নজির গড়ে ডবল সেঞ্চুরি বাঙালি ক্রিকেটারের

কোন রেকর্ড ভেঙেছে এই কিশোর ক্রিকেটার?
Published By: Prasenjit DuttaPosted: 04:19 PM Dec 16, 2025Updated: 04:30 PM Dec 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধোনির বিকল্প কি পেয়ে গেল ভারত? এতটা তাড়াতাড়ি আগ বাড়িয়ে এ কথা বলা হয়তো যাবে না। তবে যুব এশিয়া কাপে মালয়েশিয়ার বিরুদ্ধে যে খেলাটি খেলল জন্মসূত্রে বাঙালি এই কিশোর, তাতে তার ভবিষ্যৎ যে উজ্জ্বল, সে কথা বলাই যায়। ভারতের অনূর্ধ্ব-১৯ উইকেটরক্ষক অভিজ্ঞান কুণ্ড নজির গড়ে এশিয়া কাপে বিধ্বংসী ডবল সেঞ্চুরি হাঁকিয়েছে।

Advertisement

চার দিন আগেই আরব আমিরশাহির বিরুদ্ধে ৯৫ বলে ১৭১ রানের ইনিংস খেলেছিল বৈভব সূর্যবংশী। এতদিন সেটাই ছিল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সর্বোচ্চ রান। মঙ্গলবার সেই রেকর্ড ভাঙলেন অভিজ্ঞান। মালয়েশিয়ার বিরুদ্ধে ১২৫ বলে ২০৯ রান করেছে সে। স্ট্রাইক রেট ছিল ১৬৭.২০। কেবল বৈভবের নজির ভাঙাই নয়, ছোটদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে ডবল সেঞ্চুরি হাঁকিয়েছে ১৭ বছরের এই ব্যাটার।

১২১ বলে ডবল সেঞ্চুরিতে পৌঁছেছিল অভিজ্ঞান। তাঁর ইনিংসটি সাজানো ১৭টি চার ও ৯টি ছক্কা দিয়ে। পাঁচ নম্বরে ব্যাট করে ডবল সেঞ্চুরিতে পৌঁছানো সহজ নয়। সেই 'অসাধ্য' কাজটিই সহজেই করল অভিজ্ঞান। বাঁ-হাতি এই ব্যাটার ৪৪ বলে তার হাফসেঞ্চুরি করলেও পরবর্তী ৩৬ বলে সেঞ্চুরি পূরণ করে। এরপর আরও মারমুখী হয়ে ওঠে সে। বৈভবের রেকর্ড ভাঙলেও ১৪ বছরের এই ক্রিকেটার কিন্তু হতাশ করেনি। ২৬ বলে ৫০ রান করেছে ভারতের এই বিস্ময় প্রতিভা। রান পেয়েছেন বেদান্ত ত্রিবেদীও। তিনি করেন ৯০ রান। এর ফলে ভারত ৫০ ওভারে ভারত তোলে ৪০৮ রান।

জন্মসূত্রে বাঙালি হলেও অভিজ্ঞানের জন্ম এবং বড় হয়ে ওঠা মুম্বইয়ে। ছোটবেলায় অবিনাশ সালভি ফাউন্ডেশনে অনুশীলন করেছে সে। প্রতিদিন ১০ হাজার বল খেলে নিজেকে ঝালিয়েছে সে। এরপর মুম্বইয়ের হয়ে বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলেছে সে। ধারাবাহিকভাবে রান করে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে জায়গা করে নিয়েছে এই উইকেটকিপার। আর এবার নীল জার্সি গায়ে অনবদ্য খেলে ভারতকে রানের এভারেস্টে পৌঁছে দিল অভিজ্ঞান। উল্লেখ্য, সৌম্য সরকার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে দ্বিশতরান করা একমাত্র এশিয়ান খেলোয়াড় ছিলেন। ২০১২ সালে তিনিও ২০৯ রান করেছিলেন। ২০৯ রানে অপরাজিত থেকে শীর্ষে পৌঁছল অভিজ্ঞান। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ধোনির বিকল্প কি পেয়ে গেল ভারত? এতটা তাড়াতাড়ি আগ বাড়িয়ে এ কথা বলা হয়তো যাবে না।
  • তবে যুব এশিয়া কাপে মালয়েশিয়ার বিরুদ্ধে যে খেলাটি খেলল জন্মসূত্রে বাঙালি এই কিশোর, তাতে তার ভবিষ্যৎ যে উজ্জ্বল, সে কথা বলাই যায়।
  • ভারতের অনূর্ধ্ব-১৯ উইকেটরক্ষক অভিজ্ঞান কুণ্ড নজির গড়ে এশিয়া কাপে বিধ্বংসী ডবল সেঞ্চুরি হাঁকিয়েছে।
Advertisement