shono
Advertisement
IPL 2026 Auction

IPL 2026 Auction Live: মুস্তাফিজুরকে কিনল কেকেআর, কত দাম পেলেন বাংলাদেশি পেসার?

সর্বকালের রেকর্ড অঙ্কে নাইট শিবিরে ক্যামেরন গ্রিন।
Published By: Arpan DasPosted: 02:10 PM Dec 16, 2025Updated: 06:54 PM Dec 16, 2025

আইপিএলের মিনি নিলাম (IPL 2026 Auction) ঘিরে উন্মাদনা তুঙ্গে। সংযুক্ত আরব আমিরশাহীতে এবারের নিলামে স্লট আছে ৭৭টি। যার মধ্যে বিদেশিদের জায়গা রয়েছে ৩১টি। অধিকাংশ দলই মিনি নিলামে নিজেদের ফাঁকফোকরগুলো মেরামত করার চেষ্টায় থাকবে। আগামী বছরের ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলবে আইপিএল-যুদ্ধ। যার দামামা বেজে যাচ্ছে মিনি নিলাম থেকেই। মিনি নিলামের সব আপডেট পেতে নজর রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালে। 

Advertisement

সন্ধ্যা ৬:৫০- বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে দড়ি টানাটানি শুরু। ২ কোটি টাকা বেস প্রাইস থেকে তাঁকে কেনার চেষ্টা শুরু করেন চেন্নাই ও দিল্লি। পরে নিলামে ঢোকে কেকেআর। তাঁকে ৯.২০ কোটি টাকায় কিনে নিল নাইট রাইডার্স। 

সন্ধ্যা ৬:৪০- পাথুম নিসঙ্কাকে ৪ কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস। ৭৫ লক্ষ টাকায় কেকেআরে ফিরলেন রাহুল ত্রিপাঠী। দীর্ঘ দর কষাকষির পর ৭ কোটি টাকায় গুজরাটে গেলেন জেসন হোল্ডার। 

সন্ধ্যা ৫:৪২- কেকেআর এখনও পর্যন্ত কিনেছে ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানা, তেজস্বী দাহিয়া, ফিন অ্যালেন, প্রশান্ত সোলাঙ্কি ও কার্তিক ত্যাগী। তাদের হাতে ১৫.৫০ কোটি টাকা আছে এখনও। 

সন্ধ্যা ৫:৩৭- অশোক শর্মাকে ৯০ লক্ষ টাকায় কিনেছে গুজরাট টাইটান্স। নমন তিওয়ারিকে ৩০ লক্ষ টাকায় কিনেছে লখনউ এবং নাইট রাইডার্স ৩০ লক্ষ টাকায় কিনেছে কার্তিক ত্যাগীকে। ভিগনেশ পুথুরকে ৩০ লক্ষ টাকাতেই কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। 

সন্ধ্যা ৫:১৮- ৩ কোটি টাকায় উইকেটকিপার তেজস্বী দাহিয়াকে কিনল কেকেআর। অন্যদিকে মুকুল চৌধুরীকে ৩.৬০ কোটি টাকায় কিনল লখনউ সুপার জায়ান্টস। 

সন্ধ্যা ৫:০৬- রাজস্থানের উইকেটকিপার কার্তিক শর্মার ন্যূনতম মূল্য ছিল ৩০ লক্ষ টাকা। তাঁকে নিয়ে দর কষাকষি শুরু হয় সিএসকে ও কেকেআরের মধ্যে। লড়াইয়ে ঢোকে হায়দরাবাদও। শেষ পর্যন্ত ১৯ বছর বয়সি ক্রিকেটারকে ১৪.২০ কোটি টাকায় কিনল চেন্নাই। 

বিকেল ৪:৫৬- উত্তরপ্রদেশের অলরাউন্ডার প্রশান্ত বীরের দর বাড়তে শুরু করেছে। ৩০ লক্ষ টাকা ন্যূনতম মূল্যের ক্রিকেটারকে নিয়ে লড়াই করে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। শেষ পর্যন্ত তাঁর দর ওঠে ১৪.২০ কোটি টাকা। তাঁকে কিনে নেয় সিএসকে। ইউপি টি-টোয়েন্টি লিগে নয়ডা সুপার কিংসের প্রতিনিধিত্ব করেছেন। ২০ বছর বয়সি বাঁ-হাতি স্পিন-বোলিং অলরাউন্ডার সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও নজর কেড়েছেন। একটি সেঞ্চুরি করেছেন। ৬.৭৬ ইকোনমিতে নয় উইকেট নিয়েছিলেন। তাঁকে রবীন্দ্র জাদেজার বিকল্প বলে মনে করা হচ্ছে। 

বিকেল ৪:৫০- আনসোল্ড থাকলেন বিজয় শঙ্কর, রাজবর্ধন হাঙ্গরেকর, মোহিপাল লোমরোর। 

বিকেল ৪:৪০- নিলামে জম্মু ও কাশ্মীরের পেসার আকিব দার। ন্যূনতম মূল্য ছিল ৩০ লক্ষ। কিন্তু দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে তুমুল দর কষাকষি চলে। শেষ পর্যন্ত তাঁর দর ওঠে ৮.৪০ কোটি টাকা। তাঁকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ছন্দে আছেন আকিব।

বিকেল ৪:১২- অবিক্রীত থাকলেন আনক্যাপড অথর্ব তাইদে, অনমোলপ্রীত সিং, অভিনব মনোহর, যশ ধুল, আর্য দেশাই।

বিকেল ৪:০২- দর কষাকষি শুরু রবি বিষ্ণোইকে নিয়ে। ভারতীয় স্পিনারের ন্যূনতম মূল্য ছিল ২ কোটি টাকা। সেখান থেকে লড়াই শুরু হয় চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের মধ্যে। তারপর লড়াইয়ে ঢোকে সানরাইজার্স হায়দরাবাদ। শেষ পর্যন্ত ৭ কোটি ২০ লক্ষ টাকায় রাজস্থানে গেলেন বিষ্ণোই। অবিক্রীত থাকলেন রাহুল চাহার, মাহিশ থিকসানা, মুজিব উর রহমান। তবে ২ কোটি টাকায় আকিল হোসেনকে কিনল চেন্নাই সুপার কিংস।

বিকেল ৪টে- আনসোল্ড থাকলেন স্পেন্সার জনসন ও ফজলহক ফারুকি। তবে এলএসজি ২ কোটি টাকায় আনরিখ নখিয়াকে কিনল। 

দুপুর ৩:৫৩- দর কষাকষি শুরু শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে নিয়ে। ২ কোটি টাকা ন্যূনতম মূল্য থেকে লখনউ ও দিল্লির মধ্যে লড়াই শুরু হয়। অনায়াসে যা ১০ কোটির উপর উঠে যায়। তারপর লড়াইয়ে ঢোকে কলকাতা নাইট রাইডার্স। জিতলও তারা। শেষ পর্যন্ত ১৮ কোটি টাকায় নাইট জার্সি পরবেন মাথিরানা।

দুপুর ৩:৫১- জ্যাকব ডাফিকে কিনল আরসিবি। ২ কোটি টাকায় তাঁকে কেনা হল। দল পেলেন না শিবম মাভি ও জেরাল্ড কোয়েৎজি। 

দুপুর ৩:৪৮- ২ কোটি টাকা ন্যূনতম মূল্যের পেসার ম্যাট হেনরি ও ১ কোটি টাকা ন্যূনতম মূল্যের ভারতীয় পেসার আকাশ দীপ আনসোল্ড রইলেন। 

দুপুর ৩.২৮ - ২ কোটির বেস প্রাইসে দিল্লি ক্যাপিটালসে গেলেন বেন ডাকেট।

আনসোল্ড রইলেন জেমি স্মিথ এবং রহমানুল্লাহ গুরবাজ। 

দুপুর ৩:২৬- নিলামে এবার উইকেটকিপারকে তুলে নিল কেকেআর। ন্যূনতম মূল্য ২ কোটিতেই নাইট শিবিরে এলেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। 

দুপুর ৩.২৪ - কুইন্টন ডি কক'কে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। তাঁর বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। 

দুপুর ৩.২২ - দীপক হুডা এবং শ্রীকর ভরতকে দলে নিতে আগ্রহ দেখায়নি কেউ। 

দুপুর ৩.২০ - ২ কোটি টাকার বেস প্রাইসে থাকা ভেঙ্কটেশ আইয়ারকে ৭ কোটি টাকায় দলে নিল আরসিবি। তাঁকে দলে নিতে আসরে নেমেছিল কেকেআর-ও। উল্লেখ্য, গত বছর ২৩.৭৫ লক্ষ টাকায় তিনি নাইটদের দলে ছিলেন। আর এবার ৩.৪০ কোটি টাকায় তাঁকে দলে নিতে আসরে নামে কেকেআর। 

দুপুর ৩.১২ - ওয়ানিন্দু হাসারঙ্গাকে ২ কোটি টাকার বেস প্রাইসে দলে নিল লখনউ সুপার জায়ান্টস। 

দুপুর ৩.১০ - কিউয়ি তারকা রাচীন রবীন্দ্রকে নিল না কোনও ফ্র্যাঞ্চাইজি। আনসোল্ড থাকলেন লিয়াম লিভিংস্টোনও। 

দুপুর ৩.০৮ - বিরতির পর শুরু নিলাম। প্রথম প্লেয়ার গাস অ্যাটকিনসন আনসোল্ড রইলেন। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি। 

দুপুর ২.৫৮ - আনসোল্ড রইলেন সরফরাজ খান। 

দুপুর ২.৫৭ - গ্রিনের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। সিএসকে'র বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কেকেআর তাঁকে নিল ২৫.২০ কোটি টাকায়। 

দুপুর ২:৪৫ - ক্যামেরন গ্রিনকে নিয়ে দর কষাকষি চলছে। 

দুপুর ২:৪৩ - গত বারের মতো এবারেও পৃথ্বী শ-কে কিনল না কোনও ফ্র্যাঞ্চাইজি। ৭৫ লক্ষ ছিল তাঁর বেস প্রাইস। 

দুপুর ২:৪০ - দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে বেস প্রাইসে কিনে নিল দিল্লি ক্যাপিটালস। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি। 

দুপুর ২:৩০ - প্রথমে বক্তব্য রাখলেন অরুণ ধুমাল। তাঁর বক্তব্যের পরেই শুরু আইপিএলের নিলাম।

দুপুর ২:১৫- একনজরে সব দলের পার্স। 

কলকাতা নাইট রাইডার্স - ৬৪.৩০ কোটি টাকা
চেন্নাই সুপার কিংস - ৪৩.৪০ কোটি টাকা
সানরাইজার্স হায়দরাবাদ - ২৫.৫০ কোটি টাকা
লখনউ সুপার জায়ান্টস - ২২.৯৫ কোটি টাকা
দিল্লি ক্যাপিটালস - ২১.৮০ কোটি টাকা
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - ১৬.৪০ কোটি টাকা
রাজস্থান রয়্যালস - ১৬.০৫ কোটি টাকা
গুজরাট টাইটান্স - ১২.৯০ কোটি টাকা
পাঞ্জাব কিংস - ১১.৫০ কোটি টাকা
মুম্বই ইন্ডিয়ান্স - ২.৭৫ কোটি টাকা

দুপুর ২: ১০- নিলামে দর কষাকষি হতে পারে যাদের নিয়ে

২ কোটি
ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড), জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (অস্ট্রেলিয়া), ক্যামেরন গ্রিন (অস্ট্রেলিয়া), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), ভেঙ্কটেশ আইয়ার (ভারত), লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড), আনরিখ নখিয়া (দক্ষিণ আফ্রিকা), মাথিশা পাথিরানা (শ্রীলঙ্কা), রবি বিষ্ণোই (ভারত), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ), ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড), জস ইংলিশ (অস্ট্রেলিয়া), লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)

১.৫ কোটি
রহমানুল্লা গুরবাজ (আফগানিস্তান), স্পেন্সার জনসন (অস্ট্রেলিয়া), ম্যাট হেনরি (নিউজিল্যান্ড), টিম সেইফার্ট (নিউজিল্যান্ড),

১ কোটি
উইয়ান মুল্ডার (দক্ষিণ আফ্রিকা), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), কুইন্টন ডি'কক (দক্ষিণ আফ্রিকা), আকাশ দীপ (ভারত), ফজলহক ফারুকি (আফগানিস্তান), রাহুল চাহার (ভারত), কুশল পেরেরা (শ্রীলঙ্কা), উমেশ যাদব (ভারত)

৭৫ লক্ষ
সরফরাজ খান (ভারত), পৃথ্বী শ (ভারত), দীপক হুডা (ভারত), ময়ঙ্ক আগরওয়াল (ভারত), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), রিশাদ হোসেন (বাংলাদেশ), তাসকিন আহমেদ (বাংলাদেশ), নবদীপ সাইনি (ভারত), তানজিম হাসান সাকিব (বাংলাদেশ), দাসুন শনাকা (শ্রীলঙ্কা), অভিমন্যু ঈশ্বরণ (ভারত)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement