shono
Advertisement

Breaking News

Gautam Gambhir

গোতির আবদার মেনে 'নিয়মবিরুদ্ধ' পদক্ষেপ! সিদ্ধান্ত বদলের পথে BCCI, 'জেরা' গম্ভীরকেও

রুল বুকের বাইরে গিয়ে একের পর এক সুবিধা দেওয়া হয়েছে গম্ভীরকে, দাবি বোর্ড সূত্রে।
Published By: Anwesha AdhikaryPosted: 06:24 PM Nov 05, 2024Updated: 07:08 PM Nov 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেড কোচের যাবতীয় দাবি মেনে নিয়েছে বিসিসিআই। সেজন্য রুল বুকের বাইরে গিয়েও পদক্ষেপ করতে হয়েছে। তার পরেও কেন লাগাতার ব্যর্থতা ভারতীয় দলের? গৌতম গম্ভীরকে এবার সরাসরি এই প্রশ্ন করতে চলেছে বোর্ড। সূত্রের খবর, ঘরের মাঠে পছন্দমতো পিচ বানিয়েও কেন নিউজিল্যান্ডের কাছে লজ্জার হার ভুগতে হল, তার জবাবদিহি চাওয়া হবে গম্ভীরের কাছে।

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, দিনকয়েকের মধ্যেই একটি রিভিউ মিটিং ডাকবে বোর্ড। গম্ভীর ছাড়াও সেখানে হাজির থাকবেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং নির্বাচক প্রধান অজিত আগরকর। ওই মিটিংয়েই কঠিন প্রশ্নের মুখে পড়বেন গুরু গম্ভীর। তাঁকে জিজ্ঞাসা করা হবে, চলতি বছরের শুরুতেই তো স্পোর্টিং উইকেটে খেলে ইংল্যান্ডকে ৪-১ হারিয়েছে ভারত। কিন্তু বেঙ্গালুরুতে পেস সহায়ক উইকেটে রোহিতদের আত্মসমর্পণের পরই টিম ম্যানেজমেন্টের তরফে ঘূর্ণি পিচের দাবি করা হয়। কেন হঠাৎ এইভাবে বদলে গেল পিচ নীতি?

গম্ভীর আচমকা পিচ বদলের দাবি জানানোয় বোর্ড কর্তারা অনেকেই অবাক হয়েছিলেন বলে সূত্রের খবর। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্রের মতে, গম্ভীরের সমস্ত দাবি মেনে নিয়েছে বোর্ড। সাধারণত এনসিএর দায়িত্বে থাকা কোচদেরই নিয়োগ করা হয় জাতীয় দলে। কিন্তু গম্ভীরের দাবি মেনে সহকারী কোচ অভিষেক নায়ার এবং বোলিং কোচ মর্নি মর্কেলকে নিয়োগ করেছে বোর্ড। এমনকি রুল বুকের বাইরে গিয়ে অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনী বৈঠকেও জায়গা দেওয়া হয় কোচ গম্ভীরকে।

এত সুবিধা সত্ত্বেও কেন একের পর এক সিরিজ হারতে হচ্ছে? কেবল সিরিজ হার নয়, একাধিক লজ্জার নজির গড়েছে টিম ইন্ডিয়া। সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এহেন পরিস্থিতিতে সরাসরি গম্ভীরকেই প্রশ্ন করতে চলেছে বোর্ড। সূত্রের খবর, গম্ভীরের দাবি মেনে যেসমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেগুলো এবার পালটানোর কথা ভাবছে বিসিসিআই। আগামী দিনে ভারতীয় দল নিয়ে কী পরিকল্পনা রয়েছে গম্ভীরের, সেটাও স্পষ্টভাবে জিজ্ঞাসা করবে বোর্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, দিনকয়েকের মধ্যেই একটি রিভিউ মিটিং ডাকবে বোর্ড।
  • গম্ভীর আচমকা পিচ বদলের দাবি জানানোয় বোর্ড কর্তারা অনেকেই অবাক হয়েছিলেন বলে সূত্রের খবর।
  • সূত্রের খবর, গম্ভীরের দাবি মেনে যেসমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেগুলো এবার পালটানোর কথা ভাবছে বিসিসিআই।
Advertisement