shono
Advertisement
Champions Trophy

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক মহারণের টিকিট বিক্রি শুরু, দাম কত?

হাইব্রিড মডেলে ভারতের ম্যাচ হবে দুবাইয়ে।
Published By: Arpan DasPosted: 08:22 PM Feb 03, 2025Updated: 08:22 PM Feb 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলে ভারতের ম্যাচ হবে দুবাইয়ে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ তো বটেই, যদি সেমিফাইনাল ও ফাইনালে উঠতে পারে, তাহলেও মরুশহরেই নামবেন রোহিতরা। অবশেষে তার টিকিট বিক্রিও শুরু হয়ে গেল। কত টাকা থেকে শুরু হচ্ছে ভারতের ম্যাচের টিকিট?

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে কম ডামাডোল হয়নি। নিরাপত্তাজনিত কারণে ভারত পাকিস্তানে খেলতে যাবে না। যে কারণে রোহিতদের ম্যাচ হবে দুবাইয়ে। ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে, ২০ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণ। তার উন্মাদনা তুঙ্গে উঠতে শুরু করেছে। আর সেই ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে।

সোমবার থেকেই অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। টিকিট মূল্যও মোটামুটি সকলের সাধ্যের মধ্যে। সাধারণ আসনের টিকিটের দাম ১২৫ দিহরাম, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৯৬৪ টাকা। তবে বাকি গ্যালারির টিকিটের দাম এখনও প্রকাশ্যে আনা হয়নি। আর সেই ওয়েবসাইটে ইতিমধ্যেই লাইন বাড়তে শুরু করেছে।

পাকিস্তানে আয়োজিত ম্যাচগুলোর টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে। করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে ম্যাচগুলো হবে। অনলাইন টিকিট ছাড়াও পাকিস্তানের ১০৮ কেন্দ্রে টিকিট পাওয়া যাচ্ছে। তবে ক্রিকেটভক্তদের মূল নজর ভারত-পাক মহারণে। এর আগের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। অন্যদিকে ২০২৩-র ওয়ানডে বিশ্বকাপ হোক বা গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ, উভয় ক্ষেত্রেই জিতেছেন রোহিতরা। এবারও কি সেটাই হবে? উত্তর পাওয়া যাবে ২৩ তারিখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলে ভারতের ম্যাচ হবে দুবাইয়ে।
  • গ্রুপ পর্বের তিনটি ম্যাচ তো বটেই, যদি সেমিফাইনাল ও ফাইনালে উঠতে পারে, তাহলেও মরুশহরেই নামবেন রোহিতরা।
  • অবশেষে তার টিকিট বিক্রিও শুরু হয়ে গেল।
Advertisement