shono
Advertisement
Hardik Pandya

চোটের জন্য অনিশ্চিত হার্দিক, রোহিত-বিরাটদের প্রত্যাবর্তন সিরিজে 'দুর্বল' হচ্ছে ভারত

ওই সিরিজে অনিশ্চিত ঋষভ পন্থও।
Published By: Subhajit MandalPosted: 04:07 PM Sep 30, 2025Updated: 04:07 PM Sep 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ। এশিয়া কাপের ফাইনালের পর আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেও অনিশ্চিত অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। ওই সিরিজেই কামব্যাক হওয়ার কথা টিম ইন্ডিয়ার দুই মহারথী রোহিত শর্মা এবং বিরাট কোহলির। রোহিতদের প্রত্যাবর্তন সিরিজে শক্তি হারাতে চলেছে টিম ইন্ডিয়া।

Advertisement

১৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় তিনটি ওয়ানডে এবং দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। প্রথমে তিনটি ওয়ানডে এবং পরে টি-২০। ভারতীয় শিবির সূত্রের খবর, হার্দিককে টি-২০ সিরিজে পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। তবে ওয়ানডে সিরিজে তাঁকে পাওয়ার বিশেষ সম্ভাবনা নেই। হার্দিক না খেলতে পারলে অলরাউন্ডার হিসাবে ওয়ানডে টিম ঢুকে জেতে পারেন শিবম দুবে বা নীতীশ কুমার রেড্ডি। ওই সিরিজে ঋষভ পন্থও অনিশ্চিত। ফলে বেশ ভালোরকম ধাক্কা খেতে চলেছে ভারতীয় শিবির।

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ভালো ফর্মে রয়েছেন হার্দিক। টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অলরাউন্ডারই পেস বোলিংয়ের বড়সড় দায়িত্ব নিয়েছেন। বুমরাহর সঙ্গে এশিয়া কাপে তিনিই দ্বিতীয় পেসার হিসাবে খেলছেন। কিন্তু নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওভার বল করার পরই পেশিতে টান অনুভব করেন হার্দিক। সেই যে মাঠ ছাড়লেন আর ফেরেননি। ফাইনালেও নামেননি হার্দিক।

বিসিসিআই সূত্রের খবর, হার্দিকের চোট বেশ গুরুতর। পুরোপুরি ম্যাচ ফিট হতে তিন সপ্তাহ মতো সময় লাগতে পারে। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে বোর্ডের মেডিক্যাল টিম তাঁর দেখভাল করবে। আসলে দলের ভরসাযোগ্য অলরাউন্ডারকে নিয়ে কোনও ঝুঁকি নিয়ে চায় না বিসিসিআই। সামনেই টি-২০ বিশ্বকাপ। ওই মেগা টুর্নামেন্টে হার্দিককে পুরোপুরি ফিট রাখতে চায় টিম ম্যানেজমেন্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ।
  • এশিয়া কাপের ফাইনালের পর আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেও অনিশ্চিত অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া।
  • ওই সিরিজেই কামব্যাক হওয়ার কথা টিম ইন্ডিয়ার দুই মহারথী রোহিত শর্মা এবং বিরাট কোহলির।
Advertisement