shono
Advertisement
Harshit Rana

অতি সাধারণ পারফরম্যান্সের পরও ঢুকছেন গম্ভীরের 'প্রিয়' পেসার! ইংল্যান্ডে দলে ভারী হচ্ছে টিম ইন্ডিয়া

কোচ গৌতম গম্ভীরের অনুরোধেই দলে ওই তারকা?
Published By: Subhajit MandalPosted: 08:29 PM Jun 17, 2025Updated: 08:29 PM Jun 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮ জন নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের জন্য ভারতীয় দলের সদস্যসংখ্যা সম্ভবত হতে চলেছে ১৯। বিসিসিআই আগে সরকারিভাবে ১৮ জন ক্রিকেটারকে নিয়ে দল ঘোষণা করেছে। সূত্রের খবর, কোচ গৌতম গম্ভীর আরও এক পেসারকে দলের সঙ্গে রেখে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। তিনি কেকেআর তারকা হর্ষিত রানা।

Advertisement

হর্ষিত ভারতের এ দলের হয়ে খেলতে ইংল্যান্ডে গিয়েছেন। কোচ গম্ভীরের অনুরোধে ওই হর্ষিতকেই মূল দলের সঙ্গে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ। আপাতত ভারতীয় দলে ১৮ সদস্য রয়েছেন। তবে দলের পেস বিভাগ নিয়ে কোচ গম্ভীরের মনে নাকি সংশয় রয়েছে। দলে যে পাঁচ পেসার রয়েছেন, তাঁদের মধ্যে বুমরাহকে দুম্যাচে পাওয়া যাবে না। বাকি ম্যাচগুলিতে সকলে ফিট থাকবেন কিনা চিন্তায় রয়েছেন হেডকোচ। সেকারণেই হর্ষিতকে দলের সঙ্গে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ভারতীয় এ দলের যে সব তারকা ইংল্যান্ডের বিরুদ্ধে মূল দলে নেই, তাঁরা মঙ্গলবার দেশে ফিরেছেন। ইংল্যান্ডে রেখে দেওয়া হয়েছে হর্ষিতকে। তিনি উনিশতম ক্রিকেটার হিসাবে দলে থাকছেন। আপাতত অতিরিক্ত সদস্য হিসাবে থাকছেন তিনি। গিলদের সঙ্গে গিলদের হোটেলেই থাকবেন। তবে বিসিসিআই এখনই তাঁকে সরকারিভাবে দলে অন্তর্ভুক্ত করছে না।

এ দলের হয়ে আহামরি পারফরম্যান্স নেই তাঁর। ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে একটি বেসরকারি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন হর্ষিত। সেই ম্যাচে ৯৯ রান খরচ করে ১ উইকেট পান দিল্লির ক্রিকেটার। গত বর্ডার-গাভাসকর ট্রফিরও দুটি ম্যাচে খেলেছিলেন তিনি। তাতেও দু’ম্যাচে ৪ উইকেট নেন তিনি। আইপিএলেও আহামরি কিছু করেননি। সেদিক থেকে দেখতে গেলে অতি সাধারণ মানের পারফরম্যান্স দেখিয়েছেন হর্ষিত। তবে তা সত্ত্বেও গম্ভীর নিজের 'প্রিয়' পেসারকে দলে রাখতে চাইছেন বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৮ জন নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের জন্য ভারতীয় দলের সদস্যসংখ্যা সম্ভবত হতে চলেছে ১৯।
  • বিসিসিআই আগে সরকারিভাবে ১৮ জন ক্রিকেটারকে নিয়ে দল ঘোষণা করেছে।
  • সূত্রের খবর, কোচ গৌতম গম্ভীর আরও এক পেসারকে দলের সঙ্গে রেখে দেওয়ার জন্য অনুরোধ করেছেন।
Advertisement