সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এত্ত সস্তা! সত্যি! আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটতে গেলে ঠিক এমন কথাই বলতে পারেন আপনিও। ক্রিকেটপ্রেমীদের রীতিমতো চমকে দিয়ে অত্যন্ত কম দামে টিকিটের দাম ঘোষণা করল আইসিসি।
আগামী বছর ফেব্রুয়ারিতে দেশের মাটিতে (হাইব্রিড ফর্মুলা মেনে) শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৭ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মেগা টুর্নামেন্টের সূচি ঘোষণার পর থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আর বৃহস্পতিবার সন্ধে ৬.৪৫ মিনিটে টিকিট বিক্রির শুভ সূচনা করল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আর সেখানেই জানানো হল, মাত্র ১০০ টাকাতেই গ্যালারিতে বসে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ। এদিন আইসিসির প্রকাশিত বিবৃতিতে জানা গিয়েছে, ফেজ ওয়ানে ১০০ টাকার টিকিট কাটতে পারবেন দর্শকরা। ২০ লক্ষেরও বেশি ১০০ টাকার টিকিট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। যে দেশে ক্রিকেটই ধর্ম, সেখানে দর্শকরা যাতে মাঠে বসে ম্যাচ উপভোগ করতে পারেন, সেই কারণেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
আইসিসি সিইও সংযোগ গুপ্তর কথায়, 'আসন্ন টি-২০ বিশ্বকাপে আমাদের লক্ষ্য একটাই। সমস্ত প্রান্তের, স্বল্প আয়ের, সব ধরনের সমর্থকরা যেন মাঠে বসে বিশ্বমানের খেলা দেখার অভিজ্ঞতা অর্জন করতে পারেন। সেই জন্যই ফেজ ওয়ানের টিকিটের দাম কম রাখা হয়েছে।' আইসিসির সিদ্ধান্তে উচ্ছ্বসিত বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াও। তিনি বলেন, টিকিট সস্তা হওয়ায় বহু বেশি সংখ্যক সমর্থক দুর্দান্ত সমস্ত লড়াইয়ের সাক্ষী থাকার সুযোগ পাবেন।
বলে রাখা ভালো, আসন্ন বিশ্বকাপের প্রথম দিনই মাঠে নামবে ভারত-পাকিস্তান-বাংলাদেশ। কলম্বোয় পাকিস্তানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। কলকাতায় ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নামবে বাংলাদেশ। আর মুম্বইয়ে ভারত ইউএসএ-র মুখোমুখি হবে সূর্যকুমারের ভারত। স্টেডিয়াম যে হাউসফুলই থাকবে, এদিনের আইসিসির ঘোষণার পর তেমনটা আন্দাজ করাই যায়।
