shono
Advertisement
Shubman Gill

'শাস্তির ফাঁদ পাতা ভুবনে' ধরা দিলেন না গিল, পোশাকবিধি ভঙ্গ করেও কীভাবে বাঁচলেন?

লর্ডসেও ফের একই ভুল করলেন টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক।
Published By: Prasenjit DuttaPosted: 04:33 PM Jul 12, 2025Updated: 04:33 PM Jul 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সিরিজে সমস্ত দিক থেকে লাইমলাইটে টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক শুভমান গিল। ব্যাটিংয়ে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলেছেন। নেতৃত্বও দিচ্ছেন সামনে থেকে। কিন্তু কোনও না কোনও দিক থেকে বিতর্কেও জড়াচ্ছেন। তার মধ্যে অন্যতম পোশাক বিতর্ক। যা এই সিরিজে বারবার দেখা যাচ্ছে। লর্ডসেও ফের একই ভুল করলেন। কিন্তু 'শাস্তির ফাঁদ পাতা ভুবনে' উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে পাড়ও পেয়ে গেলেন।

Advertisement

লর্ডসে প্রথম দিন খেলা শুরুর আগে জাতীয় সংগীতের সময় দেখা গেল এই দৃশ্য। দেখা গেল, তাঁর সাদা জার্সির নিচে লাল গেঞ্জি উঁকি মারছে। টেস্ট ক্রিকেটে কিন্তু অন্য রঙের পোশাক পরায় নিষেধাজ্ঞা রয়েছে। আইসিসি'র ১৯.৪৪ নম্বর বিধি অনুসারে, টেস্ট ম্যাচে সাদা ছাড়া রংবেরঙের পোশাক ব্যবহার করতে পারেন না ক্রিকেটাররা। এই নিয়মে আরও বলা রয়েছে, সাদা পোশাকের নিচের গেঞ্জির রংও হতে হবে সাদা। আর কেউ পোশাকবিধি ভঙ্গের অভিযোগে শাস্তিও পেতে পারেন। দোষী প্রমাণিত হলে ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা হতে পারে তাঁর। যদিও আপাতত কোনও শাস্তি হয়নি শুভমানের।

কেন শাস্তি হয়নি গিলের? প্রথমত, টসের সময় দেখা যাচ্ছিল জার্সির নিচে লাল গেঞ্জি। এরপর জাতীয় সংগীতের সময়েও রক্ষা নেই। যদিও এই সময় তাঁর নজরে আসে বিষয়টা। তড়িঘড়ি জার্সির বোতাম গলা পর্যন্ত আটকে দেওয়ায় ঢাকা পড়ে যায় লাল গেঞ্জি। এভাবেই 'ড্যামেজ কন্ট্রোল' করে আইসিসি'র শাস্তি এড়ান তিনি।

লিডসের প্রথম টেস্টেও পোশাকবিধি ভঙ্গ করেছিলেন তিনি। সেই সময় তিনি কালো মোজা পরে নজরে এসেছিলেন। যদিও অজ্ঞতাবশত বা অনিচ্ছাকৃত সেই 'ভুলে'র জন্য তখন শাস্তি পেতে হয়নি। এরপর এজবাস্টনেও বিতর্কে জড়ান। দ্বিতীয় ইনিংসে গিল আউট হওয়ার পরই ৬ উইকেটে ৪২৭ রানে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। ইংল্যান্ডের সামনে লক্ষ্য ৬০৮। নায়কের ভঙ্গিতে ড্রেসিংরুম থেকে বেরিয়ে এসে গিল দাঁড়ান এজবাস্টনের গ্যালারির জানলায়। দু’হাত তুলে ডেকে নেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরকে। আর সেখানেই বেঁধেছে যত গন্ডগোল। গিল যখন ড্রেসিংরুমের জানলায় এসে ডিক্লেয়ার ঘোষণা করেন, তখন তাঁর পরনে ছিল কালো রঙের ইনার। যেখানে ছিল নাইকির লোগো। এবার ফের একবার একই 'ভুল' করলেন। প্রশ্ন হল, বারবার একই ভুল করে আর কতদিন শাস্তির নাকের ডগা থেকে বেরিয়ে যাবেন তিনি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কোনও না কোনও দিক থেকে বিতর্কেও জড়াচ্ছেন।
  • তার মধ্যে অন্যতম পোশাক বিতর্ক।
  • যা এই সিরিজে বারবার দেখা যাচ্ছে।
Advertisement