shono
Advertisement
Narendra Modi

পঁচাত্তরেও ঝলমলে প্রধানমন্ত্রী! কীভাবে ত্বকের যত্ন নেন? হারলিনের প্রশ্নে কী উত্তর মোদির?

ভারতীয় দলের ব্লেজার পরে মোদির বাসভবনে গিয়েছিলেন তাঁরা।
Published By: Prasenjit DuttaPosted: 11:15 AM Nov 06, 2025Updated: 11:15 AM Nov 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেয়েছে ভারতীয় মহিলা দল। ইতিহাস গড়া সেই দলকে এবার সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির ৭ নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে দেখা করেছিলেন হরমনপ্রীতরা। ভারতীয় দলের ব্লেজার পরে মোদির বাসভবনে গিয়েছিলেন তাঁরা। সেখানে প্রধানমন্ত্রীকে করা হারলিন দেওলের প্রশ্নে সকলেই হেসে ফেলেন।

Advertisement

বিশ্বজয়ী ক্রিকেটারদের সঙ্গে বসে বেশ খানিকক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী। বিশ্বকাপ ফাইনাল থেকে শুরু করে ক্রিকেটারদের প্রত্যেকদিনের জীবনযাত্রা, আলোচনায় উঠে এসেছিল এমন অনেক বিষয়। সেই সময় হারলিন জিজ্ঞেস করেন, "আপনি এত উজ্জ্বল কীভাবে? কীভাবে ত্বকের যত্ন নেন?" মোদি সহাস্যে বলেন, "আমি ওসব নিয়ে ভাবি না।"

হারলিনের পাশে বসা স্নেহ রানা বলেন, "দেশবাসী আপনাকে ভালোবাসে।" মোদির জবাব, "হ্যাঁ, ঠিকই। এটাই তো শক্তি। যা এতদিন সরকারে রেখেছে।" এরপর হেডকোচ অমল মজুমদার মজা করে বললেন, "আপনি দেখতে পাচ্ছেন স্যর, কাদের সঙ্গে আমার ওঠাবসা। এদের জন্যই আমার চুল পেকে গিয়েছে!" বিশ্বকাপের সেরা ক্রিকেটার দীপ্তি শর্মার হাতে ভগবান হনুমানের ট্যাটু, ইনস্টাগ্রামের 'জয় শ্রীরাম' বায়ো নিয়ে প্রশ্ন করেন মোদি। উত্তরে দীপ্তি জানান, এগুলো তাঁকে শক্তি জোগায়।

উল্লেখ্য, উপহার হিসাবে ভারতীয় দলের জার্সি তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতে। 'নমো' লেখা ১ নম্বর জার্সি দেওয়া হয় দলের তরফে। জার্সির পিছনে সই করেছেন স্কোয়াডের প্রত্যেক ক্রিকেটার। কথার মাঝে মোদি জিজ্ঞেস করেন, "দলের মধ্যে কি এমন কেউ আছে যে হাসাতে পারে?" সকলে জেমাইমা রডরিগেজের দিকে ইঙ্গিত করেন। জেমাইমা বলেন, হারলিনও এ কাজে সিদ্ধহস্ত। ২০১৭ বিশ্বকাপ ফাইনালে হারের পরও ভারতীয় দলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী। সেই স্মৃতি রোমন্থন করেন বিশ্বজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেয়েছে ভারতীয় মহিলা দল।
  • ইতিহাস গড়া সেই দলকে এবার সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • দিল্লির ৭ নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে দেখা করেছিলেন হরমনপ্রীতরা।
Advertisement