সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু ভারতকে হারানো নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়নও হতে পারে বাংলাদেশ। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নামার আগে একপ্রকার হুঙ্কার দিয়ে রাখলেন বাংলাদেশ অধিনায়ক নাজমূল হোসেন শান্ত। কোন অস্ত্রে ভারত বধের ছক কষছে ওপার বাংলার টাইগাররা? সেটাও স্পষ্ট করে দিলেন শান্ত।
বাংলাদেশ অধিনায়ক বলছেন, দুটি বিভাগের শক্তিতে তাঁরা ভারতকে টক্কর দিতে সক্ষম। এক, অলরাউন্ডার এবং দুই, পেস বোলিং। শান্ত বলছেন, "আমাদের দলে ভালো অলরাউন্ডার আছে। আমরা ওদের উপর ভরসা রাখছি।" পেসারদের নিয়ে তাঁর বক্তব্য, "আমাদের দলের পেস বিভাগও খুব ভালো। নাহিদ রানার মতো পেসার পেয়ে আমরা গর্বিত। ও ঠিকঠাক খেলে দিলে বিপক্ষকে চাপে ফেলা যাবে। স্পিনার এবং পেসারের ভালো ভারসাম্য আমাদের দলে রয়েছে।"
শান্তর সাফ কথা, ভারতকে বাংলাদেশ হারাতে পারবে না, এমনটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই। বরং তাঁর দাবি বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই নামছে। বাংলাদেশ অধিনায়ক বলছেন, "আমরা এখন থেকে বেশি ভাবছি না। এই প্রতিযোগিতায় যে কেউ জিততে পারে। আমরাও জেতার চেষ্টা করব।" শান্তর সংযোজন, "ভারতের বিরুদ্ধে বেশ কিছু ভালো স্মৃতি আমাদের রয়েছে। নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারলে আমরা জিততেই পারি।"
দুবাইয়ের পরিস্থিতিতে ভারত তিন স্পিনারে নামলে সুবিধা পাবে। অনেক বিশেষজ্ঞই এমনটা মনে করছেন। তবে শান্ত সেটা মানতে চাইছেন না। তিনি বলছেন, "আমি অবাক হব না, ভারত যদি দু-তিনজন স্পিনার খেলায়। তবে আমাদের সব রকম প্রস্তুতিই আছে। এখানে গত দু-তিন দিনে ভালো প্রস্তুতি হয়েছে।"
