সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৩ দশক পর ঘরের মাঠে আইসিসি ট্রফির আয়োজন। অথচ সেই টুর্নামেন্টে জয়হীন ভাবে শেষ করতে হল পাকিস্তানকে। গ্রুপে লাস্টবয় হিসাবে শেষ করলেন মহম্মদ রিজওয়ানরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের মুখ দেখতে পেল না বাংলাদেশও। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল বাংলাদেশ বনাম পাকিস্তান নিয়মরক্ষার ম্যাচ।
রাওয়ালপিন্ডিতে গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হচ্ছে। এর আগে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচও বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। বৃহস্পতিবারও সকাল থেকে লাগাতার বৃষ্টি হয়েছে রাওয়ালপিন্ডিতে। যার জেরে ম্যাচ শুরুই করা যায়নি। এমনকী টসও হয়নি। প্রায় ঘণ্টা দুয়েক অপেক্ষার পর ম্যাচ বাতিল বলে ঘোষণা করেন ম্যাচ রেফারি এবং আম্পায়াররা।
এমনিতে এই ম্যাচ টুর্নামেন্টের নিরিখে গুরুত্বহীন। বাংলাদেশ এবং পাকিস্তান দু'দলই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে। এই ম্যাচের ফলাফলের পর পয়েন্ট টেবিলেও বিশেষ পরিবর্তন হওয়ার কথা নয়। কারণ গ্রুপ এ থেকে ইতিমধ্যেই নিউজিল্যান্ড এবং ভারতের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়ে গিয়েছে। এমনিতে গুরুত্বহীন হলেও বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা এই ম্যাচের দিকে নজর রেখেছিলেন। সেমিফাইনালে না গেলেও অন্তত একটি জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করতে চাইছিল দুদলই। কিন্তু কোনও দলের কপালেই জয়ের তিলক উঠল না। দুই দলই এই ম্যাচ থেকে এক পয়েন্ট পাবে। সেটাই রিজওয়ান এবং সৌম্যদের টুর্নামেন্ট থেকে একমাত্র প্রাপ্তি।
এই মুহূর্তে গ্রুপ এ-তে শীর্ষস্থানে নিউজিল্যান্ড। দুই ম্যাচে তাঁদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুনম্বরে টিম ইন্ডিয়া। ভারতের থেকে নেট রান রেটে এগিয়ে কিউয়িরা। আজকের ম্যাচ বাতিল হওয়ার বাংলাদেশ এবং পাকিস্তান দুই শিবিরেরই সংগ্রহ ১ পয়েন্ট। তবে নেট রান রেটে পাকিস্তানের থেকে এগিয়ে বাংলাদেশ।
