shono
Advertisement
T20 World Cup

ছড়াচ্ছে ক্রিকেট, ২০২৮-এ ৩২ দলের বিশ্বকাপ করার ভাবনা আইসিসির

আইসিসির বার্ষিক সভায় ইতিমধ্যেই একপ্রস্ত এ নিয়ে আলোচনা হয়েছে।
Published By: Subhajit MandalPosted: 02:11 PM Jul 20, 2025Updated: 02:11 PM Jul 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দেখাচ্ছে ইটালির সাফল্য। আগামী দিনে ইউরোপ এবং আফ্রিকায় ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে নয়া উদ্যোগ নেওয়ার কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা। সূত্রের খবর, টি-২০ বিশ্বকাপ ২০ দল থেকে বাড়িয়ে ৩২ দলের করার কথা ভাবছেন জয় শাহরা। আইসিসির বার্ষিক সভায় ইতিমধ্যেই একপ্রস্ত এ নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।

Advertisement

সূত্রের খবর, আইসিসি ৬ সদস্যের একটি কার্যকরী কমিটি গড়েছে। যার নেতৃত্বে রয়েছেন নিউজিল্যান্ডের রজার টোসি। ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী ক্রিকেট খেলিয়ে দেশগুলির প্রতিনিধি আছেন। শনিবার আইসিসির বোর্ড মিটিংয়ে ৩২ দলের বিশ্বকাপ করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এবার এই প্রস্তাব পাঠানো হচ্ছে ওই ৬ সদস্যের কমিটিতে। ওই কমিটি প্রস্তাবে ছাড়পত্র দিলে প্রস্তাবিত ৩২ দলের বিশ্বকাপ নিয়ে এগোবে আইসিসি। সেটা হলে ২০২৮ সালে যে শুধু বৃহত্তম টি-২০ বিশ্বকাপ হতে চলেছে, তাই নয়। একই সঙ্গে এটি সর্ববৃহৎ ক্রিকেট প্রতিযোগিতাও হতে পারে।

২০২৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০টা দল। ইতিমধ্যেই ইটালির মতো দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। আইসিসি মনে করছে ইটালির সাফল্যই দেখিয়ে দিল ইউরোপ বা আফ্রিকার মতো এলাকায় ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর জায়গা আছে। সেই লক্ষ্যে এই এলাকার দেশগুলিকে বিশ্বমঞ্চে আরও বেশি করে তুলে আনতে চায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

আসলে ফ্র্যাঞ্চাইজি লিগগুলি আসার পর ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। এমন সব দেশ ক্রিকেট খেলছে, যেগুলিতে আগে এই খেলা সম্পর্কে মানুষ অবহিতই ছিল না। মেজর লিগ ক্রিকেটের সাফল্যও আইসিসিকে উৎসাহ দিচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী দিনে ইউরোপ এবং আফ্রিকায় ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে নয়া উদ্যোগ নেওয়ার কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা।
  • সূত্রের খবর, টি-২০ বিশ্বকাপ ২০ দল থেকে বাড়িয়ে ৩২ দলের করার কথা ভাবছেন জয় শাহরা।
  • আইসিসির বার্ষিক সভায় ইতিমধ্যেই একপ্রস্ত এ নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।
Advertisement