সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জেতার হাতছানি। কিন্তু তার আগেই ভারতীয় শিবিরে শাস্তির ধাক্কা! প্রথম ওয়ানডে ম্যাচে আইসিসি কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগ উঠেছে ভারতীয় দলের পেসার হর্ষিত রানার (Harshit Rana) বিরুদ্ধে। তার জেরেই আইসিসির কোপে পড়েছেন তরুণ পেসার।
রাঁচিতে প্রথম ওয়ানডে'তে ১৭ রানে জিতেছে ভারত। তবে সেই ম্যাচে হর্ষিতের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। ২২তম ওভারে প্রোটিয়া ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করেন হর্ষিত। তারপর ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত করেন। এহেন কাণ্ড আইসিসির আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ আনেন ম্যাচের আম্পায়াররা। ২.৫ ধারা অনুযায়ী, বিপক্ষ ব্যাটার আউট হওয়ার পর কোনও ক্রিকেটার যদি এমন কোনও আচরণ করেন বা ভাষা প্রয়োগ করেন যাতে ব্যাটারও প্রভাবিত হন, তাহলে সেই আচরণ শাস্তিযোগ্য অপরাধ।
এই অপরাধের জন্য সর্বোচ্চ সাজা হিসাবে কেটে নেওয়া হয় ৫০ শতাংশ ম্যাচ ফি। সঙ্গে দু'টি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয় সংশ্লিষ্ট ক্রিকেটারকে। তবে গত ২৪ মাসে এই প্রথমবার আইসিসির আচরণবিধি লঙ্ঘন করেছেন হর্ষিত। এমনকি ম্যাচ অফিশিয়ালদের কাছে নিজের অপরাধও স্বীকার করে নিয়েছেন। সেকারণে আইসিসির তরফ থেকে সতর্ক করা হয়েছে রানাকে। তাঁকে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। তবে ম্যাচ ফি থেকে জরিমানা করা হয়নি।
উল্লেখ্য, বুধবারই সিরিজ জয়ের লক্ষ্যে নামছে ভারত। কিন্তু টসে হেরেছেন কে এল রাহুল। এই নিয়ে টানা ২০টা ম্যাচ টসে হারল ভারত। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের দলে ফিরেছেন অধিনায়ক টেম্বা বাভুমা। সিরিজ জয়ের ম্যাচে ভারতীয় দল কোনও পরীক্ষানিরীক্ষার পথে হাঁটেনি। রাঁচির দলের প্রথম একাদশই রায়পুরে দ্বিতীয় ওয়ানডেতে খেলবে। উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে তিন উইকেট পেয়েছিলেন হর্ষিত।
