shono
Advertisement

Breaking News

ICC T-20 World Cup

বিশ্বকাপে ভারতে খেলা এড়াতে গ্রুপ বদলের প্রস্তাব বাংলাদেশের, আদৌ মানবে আয়ারল্যান্ড?

ভারতে খেলা এড়াতে আয়ারল্যান্ডের বদলে গ্রুপ বি-তে খেলতে চায় বাংলাদেশ। কিন্তু যাঁদের জায়গায় বাংলাদেশ গ্রুপ বি-তে খেলতে চাইছে, সেই আয়ারল্যান্ড ক্রিকেটের মতামতও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
Published By: Subhajit MandalPosted: 09:52 AM Jan 18, 2026Updated: 09:52 AM Jan 18, 2026

কোনওভাবেই ভারতে খেলা সম্ভব নয়। দরকার হলে সি গ্রুপের বদলে বি গ্রুপে খেলতে দেওয়া হোক তাদের। শনিবার আইসিসি কর্তাদের সঙ্গে বৈঠকে স্পষ্ট বলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু যাঁদের জায়গায় বাংলাদেশ গ্রুপ বি-তে খেলতে চাইছে, সেই আয়ারল্যান্ড ক্রিকেটের মতামতও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আয়রিশ ক্রিকেট কর্তারাও বিসিবির প্রস্তাব পত্রপাট খারিজ করে দিচ্ছেন। তাঁদের বক্তব্য, শেষ মুহূর্তে এভাবে এক গ্রুপ থেকে অন্য গ্রুপে গিয়ে খেলার প্রশ্নই ওঠে না।

Advertisement

শনিবার বিকালে ঢাকায় বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ওই বৈঠকে থাকার কথা ছিল আইসিসির ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনারও। কিন্তু তিনি ভারতীয় হওয়ায় ভিসা দিতে দেরি করে বাংলাদেশ। শেষে ভারচুয়ালি ওই বৈঠকে যোগ দেন গৌরব। আইসিসির দুই শীর্ষকর্তাকে বাংলাদেশ বোর্ড জানিয়ে দিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত যে কারণ তাঁরা দেখিয়েছে, তা নিয়ে বোর্ড চিন্তিত। সে কারণে ভারতে দল পাঠানো সম্ভব নয়। সেক্ষেত্রে বিকল্প হিসাবে তাঁদের অন্য গ্রুপে খেলানোর কথা ভেবে দেখুক আইসিসি। সেটা করলে খুব বেশি রদবদল করতে হবে না সূচিতে।

বাংলাদেশ এই মুহূর্তে বিশ্বকাপে গ্রুপ সি-তে রয়েছে। সেই গ্রুপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইটালি রয়েছে। সূত্রের খবর, বাংলাদেশ চাইছে তাঁদের গ্রুপ বি'তে আয়ারল্যান্ডের জায়গায় পাঠানো হোক। আর আয়ারল্যান্ডকে পাঠানো হোক তাঁদের জায়গায় গ্রুপ সি-তে। গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, ওমান ও আয়ারল্যান্ড। বাংলাদেশের এই বিকল্প প্রস্তাব নিয়ে আইসিসি এখনও সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে আদৌ এই প্রস্তাব মানা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, এক্ষেত্রে আরও ৭ দলের সম্মতি প্রয়োজন। আইসিসি বা বাংলাদেশের একার সিদ্ধান্তে কিছুই হবে না।

আয়ারল্যান্ড নিজেই যে এই প্রস্তাবে রাজি নয়, সেটা স্পষ্ট করে দিলেন আইরিশ ক্রিকেটের এক কর্তা। এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া বার্তায় তিনি জানাচ্ছেন, বিশ্বকাপের জন্য সবরকম প্রস্তুতি সারা। শেষ মুহূর্তে আর গ্রুপ বদলের প্রশ্নই আসে না। তাঁর বক্তব্য, "আইসিসি আমাদের আশ্বস্ত করেছে কোনওভাবেই গ্রুপ বদল করা হবে না।" তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ প্রস্তাব দিলেও তাঁরা মানবেন না। অতএব, সমস্যা সমাধানের কোনও সম্ভাবনা নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement