ধীরে ধীরে টস ভাগ্য ফিরছে ভারতের। চলতি সিরিজে দ্বিতীয়বার টস জিতলেন ভারত অধিনায়ক শুভমান গিল। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে রবিবার টসে জিতে প্রত্যাশিতভাবেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া। পরের দিকে শিশির পড়লে বল করা কঠিন হয়ে যায়। তাই ভারতের সিদ্ধান্ত যথাযথ বলেই মনে করা হচ্ছে। দলেও এক বদল হয়েছে। দীর্ঘদিন ধরে ব্রাত্য থাকার পর এদিন প্রথম একাদশে ফিরেছেন অর্শদীপ সিং। তবে ফর্মে না থাকা দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং নীতীশ রেড্ডিকে আরও একবার সুযোগ দিল টিম ইন্ডিয়া।
ওয়ানডে হোক কিংবা টি-টোয়েন্টি–যখনই তিনি দেশের জার্সিতে সুযোগ পেয়েছেন, উজাড় করে দিয়েছেন। তবুও সম্প্রতি ওয়ানডে-তে অদৃশ্য কোনও এক কারণে অজান্তেই যেন ‘ব্যাকআপ বোলারে’র তকমা পেয়ে গিয়েছেন ‘পাঞ্জাব দা পুত্তর’। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি ওয়ানডে’তেই তাঁকে বাদ রেখে প্রথম একাদশ সাজিয়েছিল গম্ভীরের ভারত। অর্শদীপের বদলে খেলানো হচ্ছিল প্রসিদ্ধ কৃষ্ণকে। কিন্তু দুই ম্যাচেই ব্যর্থ তিনি। রবিবারের ম্যাচটা কার্যত মরণবাঁচন ম্যাচ ভারতের জন্য। হারলে ঘরের মাঠে ফের লজ্জার সম্মুখীন হতে হবে। সেই কঠিন সময়ে অর্শদীপকেই ফেরালেন কোচ গম্ভীর।
এই ম্যাচের আগে আরও দুজনের প্রথম একদশে জায়গা হওয়া নিয়ে প্রশ্ন উঠছিল। একজন অর্শদীপ সিং, আরেকজন নীতীশ কুমার রেড্ডি। ব্যাট বা বল কোনওটিতেই ভালো ফর্মে নেই জাদেজা। ইদানিং ফিল্ডিংয়েও ভুল করছেন। আর নীতীশ লাগাতার সুযোগ পেলেও জাতীয় দলের জার্সিতে এখনও তেমন কিছু করে উঠতে পারেননি। শেষ পর্যন্ত অবশ্য এই দুই তারকাকেই আরও একটি ম্যাচে সুযোগ দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।
ইন্দোরে ভারতের অনুশীলন। ছবি: অমিত মৌলিক।
ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল(অধিনায়ল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ
