আইসিসি টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup) নিয়ে একের পর এক ফ্যাসাদে আইসিসি (ICC)। ইতিমধ্যেই বাংলাদেশের খেলা না খেলা নিয়ে একপ্রস্ত বিতর্ক হয়েছে। পাকিস্তান খেলবে কিনা তা নিয়ে এখনও স্পষ্টতা নেই। এরই মধ্যে নয়া বিতর্ক। এবার আইসিসির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন। তাঁদের দাবি, আইসিসি বিশ্বকাপে ক্রিকেটারদের নাম ও ছবির অপব্যবহার করছে। ক্রিকেটারদের কার্যত শুষে নেওয়া হচ্ছে।
ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বলছে, স্কোয়াডে থাকা খেলোয়াড়দের নাম, ছবি ও পরিচিতি ব্যবহারের অধিকার এবং খেলোয়াড়-সংক্রান্ত তথ্য ব্যবহারের শর্ত লঙ্ঘন করছে আইসিসি। ২০২৪ সালে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি হয়েছিল আইসিসির। সেই চুক্তিতে ক্রিকেটারদের ছবি, পরিচিতি অর্থাৎ ইমেজ রাইটস ব্যাবহার নিয়ে যা কথা হয়েছিল, সেটার চেয়ে অনেক বেশি ব্যবহার করছে আইসিসি। নতুন নিয়মে ICC খেলোয়াড়দের তথ্য শুধু বোর্ডের অনুমতিতে ব্যবহার ও ব্যবসার কাজে লাগাতে পারবে। অথচ আগের চুক্তিতে এই তথ্যের মালিক ছিলেন খেলোয়াড়রাই। ফলে ক্রিকেটারদের রোজগারের পথ বন্ধ হচ্ছে। তৃতীয় কোনও সংস্থার সঙ্গে চুক্তি করতে পারছেন না ক্রিকেটাররা।
ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সিইও টম মোফাট বলছেন, ২০২৪ সালের চুক্তিতে ক্রিকেটারদের ইমেজ রাইটস সংক্রান্ত সুরক্ষা দেওয়া হয়েছিল। কিন্তু আইসিসি সেটা মানছে না। আইসিসির পালটা দাবি, ২০২৪ সালে সব ক্রিকেটারদের জন্য এই চুক্তি হয়নি। চুক্তি হয়েছে শুধু ওই টুর্নামেন্টের জন্য। তাছাড়া যে সব ক্রিকেটার WCA'র সঙ্গে যুক্ত নয়, তাঁরা এই সুরক্ষা পাবে না। তাতে পালটা WCA'র যুক্তি, সব ক্রিকেটারেরই এই সুরক্ষা পাওয়া উচিত। কারণ এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কম আয়ের ক্রিকেটাররাই।
বাংলাদেশ বিতর্ক, পাকিস্তান বিতর্কের পর ক্রিকেটারদের সংগঠনের এই বিদ্রোহ। বিশ্বকাপের মাত্র এক সপ্তাহ আগে এই নতুন বিদ্রোহ কিছুটা অস্বস্তিতে ফেলবে জয় শাহর আইসিসিকে। যদিও এই ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ-সহ বিশ্বকাপে খেলা ১২টি দেশই স্বীকৃত দেয় না।
