বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রাখতে নতুন নাটক পাকিস্তানের। শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে যেতে কোনও আপত্তি নেই তাঁদের। এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেও সেটা প্রত্যাহার করে নিল পাক বোর্ড। উদ্দেশ্য একটাই আইসিসিকে বিভ্রান্ত করা। তাতে ক্ষুব্ধ আইসিসি কর্তারাও।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আইসিসির কাছে কার্যত ‘ঘাড়ধাক্কা’ খেয়েছে বাংলাদেশ। এরপর ‘ভ্রাতৃস্নেহে’ বুঁদ হয়ে গোটা বিশ্বকাপ বয়কটের হুমকি দেয় পাকিস্তান। পরে অবশ্য শোনা যায়, কেবল ভারতের বিরুদ্ধে নামবেন না সলমন আঘারা। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত সোমবারই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছিলেন পাক বোর্ড প্রধান নকভি। বৈঠক শেষে তিনি এক্স হ্যান্ডেলে জানান, অত্যন্ত ইতিবাচক কথাবার্তা হয়েছে। সব কিছু বিবেচনা করেই সমস্যা সমাধানের পথ খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে। শাহিন আফ্রিদিরা আদৌ আসন্ন বিশ্বকাপে খেলবেন কি না, তা এখনও জানা যায়নি।
মহসিন নকভি সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই জানান, শুক্রবার বা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পিসিবি। কিন্তু শুক্রবারও সরকারিভাবে কোনও সিদ্ধান্ত পাক বোর্ড জানায়নি। কিন্তু একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর, শনিবার পাক বোর্ড সরকারিভাবে একটি বিবৃতি প্রকাশ করেছিল। তাতে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে দেওয়া হয়। সেটি নাকি পিসিবির হ্যান্ডেলে পোস্টও হয়। কিন্তু পরক্ষণেই সেটা ডিলিট করে দেয় পিসিবি। বদলে নতুন একটি বিবৃতি জারি করা হয়। আগের বিজ্ঞপ্তিতে যে অংশে বিশ্বকাপে খেলা নিশ্চিত করা হয়েছিল সেটা এবার ডিলিট করে দেওয়া হয়।
শনিবার পাক বোর্ড সরকারিভাবে একটি বিবৃতি প্রকাশ করেছিল। তাতে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে দেওয়া হয়। সেটি নাকি পিসিবির হ্যান্ডেলে পোস্টও হয়। কিন্তু পরক্ষণেই সেটা ডিলিট করে দেয় পিসিবি।
সূত্রের খবর, পাকিস্তান যে বিশ্বকাপে খেলবে তাতে কোনও সংশয় নেই। সলমন আলি আঘারা সেই মতো প্রস্তুতিও নিচ্ছেন। এই মুহূর্তে পাকিস্তান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ খেলছেন। তারপরই সোমবার একসঙ্গে দু'দল শ্রীলঙ্কার বিমান ধরার কথা। কিন্তু পাক কর্তারা ধোঁয়াশা রেখে দিতে চাইছেন। সেজন্য জার্সি উন্মোচনের অনুষ্ঠানও পিছিয়ে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, পিসিবি শেষ পর্যন্ত সোমবার দল নাও পাঠাতে পারে। এবার বিবৃতি পোস্ট করেও মুছে দেওয়া হল। পাক বোর্ডের এই দ্বিচারিতায় খানিক আতান্তরে আইসিসি। আবার ক্ষুব্ধও। আইসিসির এক কর্তা বলছেন, "পাকিস্তান যা করছে সেটা দায়িত্বশীল সদস্য করতে পারে না।"
