সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁর পারফরম্যান্স নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। তাঁর দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তনরা। কিন্তু ঋষভ পন্থ যে টেস্ট ক্রিকেটে কতটা উপযোগী সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল আইসিসি র্যাঙ্কিংয়ে। একটা সময় আইসিসির ক্রমতালিকায় শীর্ষস্থান ছিল তাঁর দখলে দুর্ঘটনার জেরে সেই শীর্ষস্থান খোয়াতে হয়েছে পন্থকে। আবারও তিনি ঢুকে গেলেন আইসিসি র্যাঙ্কিংয়ের প্রথম দশে।
আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে পন্থ রয়েছেন নবম স্থানে। সিডনিতে দ্বিতীয় ইনিংসে ৬১ রানের ইনিংসের সুবাদে একলাফে ৩ ধাপ উঠলেন তিনি। পন্থ ছাড়া ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন একজন ভারতীয়। তিনি যশস্বী জয়সওয়াল। ৮৪৭ রেটিং পয়েন্ট নিয়ে যশস্বী রয়েছেন চতুর্থ স্থানে। আর কোনও ভারতীয় তারকা প্রথম কুড়িতেও নেই। শুভমান গিল রয়েছেন ২৩ নম্বরে। বিরাট কোহলি দীর্ঘদিন বাদে ছিটকে গিয়েছেন ক্রমতালিকায় প্রথম ২৫ জনের তালিকা থেকেও। বিরাট আপাতত ২৭ নম্বরে।
এদিকে বোলারদের ক্রমতালিকায় এখনও রাজত্ব করছেন জশপ্রীত বুমরাহই। প্রথম ভারতীয় পেসার হিসাবে আইসিসি টেস্ট ক্রমতালিকার শীর্ষস্থানে উঠেছিলেন তিনি। এবার তাঁর রেটিং পয়েন্ট পৌঁছে গেল ৯০৮-এ। যা তাঁর নিজের তো বটেই ভারতীয়দের মধ্যেই সর্বোচ্চ স্কোর। সিডনি টেস্টের আগে বুমরাহর রেটিং ছিল ৯০৭। শেষ টেস্টের শেষ ইনিংসে বল করতে না পারলেও তিনি রেটিং পয়েন্টে উন্নতি করলেন। আসলে বর্ডার-গাভাসকর ট্রফিতে আগুনে ফর্মে ছিলেন বুমরাহ। সিরিজের পাঁচ টেস্টে ৩২ উইকেট তুলে নিয়েছেন তিনি। বোলারদের মধ্যে রবীন্দ্র জাদেজা এখনও রয়েছেন নবম স্থানে।
জাদেজা অলরাউন্ডারদের ক্রমতালিকায় এখনও শীর্ষস্থানে। ভারতীয়দের মধ্যে অক্ষর প্যাটেল বর্ডার-গাভাসকর ট্রফি না খেললেও আইসিসি ক্রমতালিকায় রয়েছেন ১২ নম্বরে। সব মিলিয়ে দু একজন ছাড়া অধিকাংশ ভারতীয় ব্যাটার এবং বোলাররা যে ফর্মে নেই, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে আইসিসি ক্রমতালিকায়।