shono
Advertisement
ICC

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে দুরন্ত ফর্মের গিল, প্রথম পাঁচে রোহিতও, বিরাট কোথায়?

আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম।
Published By: Arpan DasPosted: 05:17 PM Feb 12, 2025Updated: 05:17 PM Feb 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ নামলেন বিরাট কোহলি। তিনি ষষ্ঠ স্থানে থাকলেও প্রথম পাঁচে রয়েছেন দুই ভারতীয়। তার মধ্যে ধারাবাহিক ভাবে ফর্মে আছেন শুভমান গিল। তিনি উঠে এলেন দ্বিতীয় স্থানে। সেঞ্চুরিতে ফর্মে ফিরলেও রোহিত এক ধাপ নেমে আছেন তৃতীয় স্থানে। শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম।

Advertisement

দীর্ঘদিন ফর্মে ছিলেন না রোহিত। তবে সেটা মূলত টেস্ট ক্রিকেটে। গত বছর সেভাবে ওয়ানডে খেলেনি টিম ইন্ডিয়া। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ম্যাচে ভারত হারলেও রান পেয়েছিলেন রোহিত। মাঝে বর্ডার গাভাসকর ট্রফিতে রানের খরা গিয়েছে। কিন্তু ওয়ানডেতে ফিরতেই ফের জ্বলে উঠেছেন ভারত অধিনায়ক। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচেই বিধ্বংসী সেঞ্চুরি করেছেন। তবে তার পরও একধাপ নেমে গিয়েছেন তিনি। ৭৮১ পয়েন্ট নিয়ে রোহিত আছেন তৃতীয় স্থানে।

অবশ্য অধিনায়ককে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সহ-অধিনায়ক শুভমান গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। প্রথম দুটি ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন। গিলের পয়েন্ট ৭৮১। শীর্ষস্থানে থাকা বাবর আজমের সঙ্গে তাঁর পয়েন্টের পার্থক্য মাত্র ৫। অর্থাৎ পাক তারকার ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন গিল।

তবে পদস্থলন ঘটেছে কোহলির। চতুর্থ স্থান থেকে নেমে এসেছেন ষষ্ঠ স্থানে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে চোটের জন্য খেলেননি। দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ রান করেছিলেন। কোহলির রেটিং ৭২৮। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর ও দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ নামলেন বিরাট কোহলি। তিনি ষষ্ঠ স্থানে থাকলেও প্রথম পাঁচে রয়েছেন দুই ভারতীয়।
  • তার মধ্যে ধারাবাহিক ভাবে ফর্মে আছেন শুভমান গিল। তিনি উঠে এলেন দ্বিতীয় স্থানে।
  • যদিও সেঞ্চুরিতে ফর্মে ফিরলেও রোহিত এক ধাপ নেমে আছেন তৃতীয় স্থানে। শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম।
Advertisement