shono
Advertisement
IND vs BAN

মুস্তাফিজুর বিতর্কের মাঝেই বাংলাদেশে ভারত সফরের দিন ঘোষণা, যাবেন কি রো-কো?

রাজনৈতিক অশান্তির জন্য গত বছর বাংলাদেশে সিরিজ খেলতে যায়নি ভারত।
Published By: Arpan DasPosted: 04:49 PM Jan 02, 2026Updated: 04:56 PM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫-এ বাংলাদেশে সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল ভারতের (IND vs BAN)। যা রাজনৈতিক অশান্তির কারণে শেষ পর্যন্ত আর হয়নি। সেই সিরিজটি হবে এই বছর। বাংলাদেশ বোর্ড থেকে ইতিমধ্যে ভারত সফরের দিন জানিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হল, ভারত কি শেষ পর্যন্ত যাবে? বর্তমান সময়ে বাংলাদেশে হিন্দু নির্যাতন ও মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলানো নিয়ে যেভাবে সমস্যা বেড়েছে, তাতে ভারত আদৌ যাবে কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ২৮ আগস্ট পড়শি দেশে ভারতের যাওয়ার কথা। ১, ৩, ৬ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ম্যাচ রয়েছে। এরপর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে ৯, ১২, ১৩ সেপ্টেম্বর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, "যে সিরিজটা আগে বাতিল হয়েছে, এবছর সেই সিরিজটা হবে। এবছর আমরা সারা বছরজুড়ে দেশে অনেক ক্রিকেট ম্যাচ দেখতে পারব। কোথায় ম্যাচগুলো হবে, সেটা পরে জানিয়ে দেওয়া হবে।"

তবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমেই খারাপ হয়েছে। বিশেষ করে ওপার বাংলায় মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। যা নিয়ে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীদের একাংশ। এ বছর রেকর্ড মূল্যে বাংলাদেশের অন্যতম সেরা পেসারকে দলে নিয়েছে নাইটরা। কিন্তু মুস্তাফিজুরকে খেলানোয় প্রবল আপত্তি হিন্দুত্ববাদী দলগুলিরও। এই পরিস্থিতিতে বাংলাদেশি পেসার ভারতে আসতে পারবেন কি না, সেই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ঠিক তেমনই, বিরাট-রোহিত-সহ ভারতীয় দল এই আবহে আদৌ বাংলাদেশে যাবেন কি না, সেটাও চর্চার। আগস্ট এখনও অনেকটাই দেরি। ততদিনে কী পরিস্থিতি দাঁড়াবে, তার উপর অনেক কিছুই নির্ভর করছে।

তবে শুধু ভারত নয়। চলতি বছরে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজও বাংলাদেশে খেলতে যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৫-এ বাংলাদেশে সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল ভারতের।
  • যা রাজনৈতিক অশান্তির কারণে শেষ পর্যন্ত আর হয়নি।
  • সেই সিরিজটি হবে এই বছর। বাংলাদেশ বোর্ড থেকে ইতিমধ্যে ভারত সফরের দিন জানিয়ে দিয়েছে।
Advertisement