shono
Advertisement
Shah Rukh Khan

'শাহরুখ দেশদ্রোহী', নাইট দলে বাংলাদেশি পেসারকে নেওয়ায় বেনজির আক্রমণ হিন্দু ধর্মগুরুর

মুস্তাফিজুরকে দলে নেওয়ায় এর আগে শাহরুখকে 'বেইমান' বলেছেন বিজেপি নেতা সঙ্গীত সোম।
Published By: Arpan DasPosted: 03:24 PM Jan 02, 2026Updated: 03:37 PM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'বেইমান' তকমা আগেই জুড়েছিল। এবার একেবারে 'দেশদ্রোহী' বলে দাগিয়ে দেওয়া হল শাহরুখ খানকে (Shah Rukh Khan)। কারণ, বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে মিনি নিলাম থেকে কিনে নিয়েছে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশে যখন হিন্দু নির্যাতন হচ্ছে, তখন কেন সেই দেশের প্লেয়ারকে খেলানো হবে, সেই নিয়ে কিং খানকে 'দেশদ্রোহী' বলে তোপ ধর্মগুরু জগদ্গুরু রামভদ্রাচার্যের।

Advertisement

মাশরাফি মোর্তাজা, শাকিব আল হাসান, লিটন দাসের পর এবার কেকেআরে মুস্তাফিজুর রহমান। ঐতিহাসিকভাবে কেকেআরে বাংলাদেশি তারকাদের ‘আশ্রয়স্থল’ হিসাবে উঠে এসেছে। এ বছর রেকর্ড ৯.২ কোটি মূল্যে বাংলাদেশের অন্যতম সেরা পেসারকে দলে নিয়েছে নাইটরা। কিন্তু আইপিএল নিলামের পর পরিস্থিতি বদলে গিয়েছে। ওপার বাংলায় মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। যা নিয়ে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীদের একাংশ।

এবার তোপ দাগলেন চিত্রকূটের ধর্মগুরু জগদ্গুরু রামভদ্রাচার্য। তিনি বলেন, "এটা দুর্ভাগ্যজনক যে শাহরুখ বাংলাদেশি ক্রিকেটারকে কেকেআরে নিয়েছে। ও এটাই করবে, কারণ ও নিজেকে হিরো বলে মনে করে। শাহরুখ খানের অবস্থান অনেকদিন ধরেই দেশের স্বার্থের পরিপন্থী। ওর কোনও চরিত্রই নেই। ওর ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা উচিত। ও তো দেশদ্রোহী।"

মুস্তাফিজুরকে খেলানো নিয়ে প্রবল আপত্তি হিন্দুত্ববাদী দলগুলিরও। ইতিমধ্যেই বিজেপি নেতা সঙ্গীত সোম বলে দিয়েছেন, “একদিকে বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে। আর একদিকে আইপিএলে মুস্তাফিজুর রহমানদের মোটা টাকায় কেনা হচ্ছে। ওই বেইমান অভিনেতা ৯ কোটি টাকা দিয়ে বাংলাদেশি ক্রিকেটার কিনেছে। এ দেশে বেইমানদের বেঁচে থাকার কোনও অধিকার নেই।” তবে আশ্চর্যজনক ভাবে বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রীও পরোক্ষে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলছেন, “খেলার মধ্যে এসব ঢোকানো উচিত নয়। কোনও ক্রিকেটারকে খেলানো হবে সেই সিদ্ধান্ত নেবে বিসিসিআই।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'বেইমান' তকমা আগেই জুড়েছিল। এবার একেবারে 'দেশদ্রোহী' বলে দাগিয়ে দেওয়া হল শাহরুখ খানকে।
  • কারণ, বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে মিনি নিলাম থেকে কিনে নিয়েছে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স।
  • মাশরাফি মোর্তাজা, শাকিব আল হাসান, লিটন দাসের পর এবার কেকেআরে মুস্তাফিজুর রহমান।
Advertisement