shono
Advertisement
Mustafizur Rahman

সংখ্যালঘু নির্যাতনে নীরব, তবু আইপিএল খেলার অনুমতি মুস্তাফিজুরকে? মুখ খুলল বিসিসিআই

মুস্তাফিজুরকে নাইটরা কিনেছে ৯ কোটি ২০ লক্ষ টাকায়।
Published By: Anwesha AdhikaryPosted: 04:23 PM Jan 02, 2026Updated: 04:49 PM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে ভারত। ওপার বাংলায় মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। যা নিয়ে ক্ষুব্ধ ভারতের ক্রিকেটপ্রেমীদের একাংশ। এহেন পরিস্থিতিতে কি মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএলে খেলার অনুমতি দেওয়া হবে? সেই প্রশ্নের জবাব দিল বিসিসিআই।

Advertisement

আগামী আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসাবে দল পেয়েছেন মুস্তাফিজুর। ৯.২০ কোটি টাকায় তাঁকে কিনেছে কেকেআর। সেই নিয়ে আপত্তি ক্রিকেটপ্রেমীদের একাংশের। রাজ্যের হিন্দুত্ববাদীদের একটা বড় অংশও মুস্তাফিজকে আইপিএলে নেওয়ার বিপক্ষে। তাঁদের সাফ কথা, কোনও বাংলাদেশিকে দলে নেওয়া যাবে না। সোশাল মিডিয়ায় কেকেআরকে বয়কট করার ডাকও উঠছে। অনেকেই প্রশ্ন তুলছেন, সংখ্যালঘু নিধন নিয়ে মুখে কুলুপ এঁটে থাকা মুস্তাফিজুরকে কেন ভারতে খেলার অনুমতি দেওয়া হবে?

এহেন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে বিসিসিআইয়ের ভূমিকা নিয়েও। বর্তমান পরিস্থিতি মাথায় রেখে বোর্ড কি তারকা পেসারকে আইপিএলে খেলা অনুমতি দেবে? সেই নিয়ে সরকারিভাবে বোর্ডের তরফে কিছু জানানো হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের মতে, "এই ইস্যুতে বোর্ড কোনওভাবে হস্তক্ষেপ করবে না। কারণ বিষয়টা বোর্ডের হাতে নেই। বাংলাদেশিরা আইপিএলে খেলতে পারবে না এমন কোনও নির্দেশিকা সরকারের তরফে আসেনি। তাই এই নিয়ে এখনই বোর্ডের পক্ষে আর কিছু বলা সম্ভব নয়।"

ঐতিহাসিকভাবে কেকেআর বাংলাদেশি তারকাদের ‘আশ্রয়স্থল’ হিসাবে উঠে এসেছে। মাশরাফি মোর্তাজা, শাকিব আল হাসান, লিটন দাসের পর এবার কেকেআরে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুরকে নাইটরা কিনেছে ৯ কোটি ২০ লক্ষ টাকায়। আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ মূল্য এটি। কিন্তু শেষ পর্যন্ত কেকেআরে খেলতে পারবেন 'ফিজ'? এখনও পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। ৬০ ম্যাচ খেলে পেয়েছেন ৬৫টি উইকেট। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্যের হিন্দুত্ববাদীদের একটা বড় অংশও মুস্তাফিজকে আইপিএলে নেওয়ার বিপক্ষে।
  • বর্তমান পরিস্থিতি মাথায় রেখে বোর্ড কি তারকা পেসারকে আইপিএলে খেলা অনুমতি দেবে?
  • ঐতিহাসিকভাবে কেকেআর বাংলাদেশি তারকাদের ‘আশ্রয়স্থল’ হিসাবে উঠে এসেছে।
Advertisement