সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যালেস্টাইনের পতাকা হেলমেটে লাগিয়ে মাঠে নামলেন কাশ্মীরি ক্রিকেটার (Kashmir Cricketer)! বিতর্কিত ঘটনাটি ঘটেছে জম্মুর এক স্থানীয় ক্রিকেট লিগে। ব্যাটারের হেলমেটে প্যালেস্টাইনের পতাকা দেখেই নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশ। ইতিমধ্যেই তলব করা হয়েছে অভিযুক্ত ক্রিকেটারকে। টুর্নামেন্টের আয়োজকদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অভিযুক্ত ক্রিকেটারের নাম ফুরকান বাট। তিনি অংশ নিয়েছিলেন জম্মুতে আয়োজিত এক বেসরকারি টুর্নামেন্ট জম্মু-কাশ্মীর চ্যাম্পিয়ন্স লিগে। জেকে১১ দলের সদস্য ছিলেন ফুরকান। সম্প্রতি জম্মু ট্রেলব্লেজার্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। বৃহস্পতিবারের ওই ম্যাচেই ফুরকান মাঠে নেমেছিলেন প্যালেস্টাইনের পতাকা হেলমেটে লাগিয়ে। সেই ভিডিও হু হু করে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
জাতীয় দলে খেলা তারকারা সাধারণত দেশের পতাকা হেলমেটে লাগিয়ে মাঠে নামেন। কিন্তু কাশ্মীরি ক্রিকেটারের হেলমেটে প্যালেস্টাইনের পতাকা নজরে আসতেই শুরু বিতর্ক। কী করে সকলের চোখ এড়িয়ে ওই ক্রিকেটার হেলমেটে প্যালেস্টাইনের পতাকা নিয়ে মাঠে নেমে পড়লেন? কার অনুমতিতে এমন কাণ্ড ঘটালেন? ওই হেলমেট পরে দীর্ঘক্ষণ ব্যাটিংও করেছেন ফুরকান। তা সত্ত্বেও কেউ তাঁকে হেলমেট বদলাতে বলেননি কেন? উঠছে নানা প্রশ্ন।
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে জম্মু পুলিশ। তলব করা হয়েছে ফুরকানকে। ১৪ দিনের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ফুরকান ছাড়াও তলব করা হয়েছে ওই টুর্নামেন্টের আয়োজকদের। ওই ক্রিকেটার কী উদ্দেশ্যে এমনটা ঘটিয়েছেন, আয়োজকরাই বা কেন পদক্ষেপ করেননি, আপাতত সেসব তথ্য সংগ্রহ করছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, প্যালেস্টাইনের পাশে থাকার বার্তা দিতেই হেলমেটে পতাকা লাগিয়েছেন ফুরকান। আন্তর্জাতিক ক্রিকেটেও অনেকে প্যালেস্টাইনের পাশে থাকার বার্তা দিয়েছেন। সেই নিয়ে বহু বিতর্কও হয়েছে।
