সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এজবাস্টনে ইংল্যান্ড ব্যাটিংয়ে প্রথম আঘাতটা করেছিলেন আকাশ দীপই। আবার যখন দুই ইংরেজ ব্যাটার ক্রিজে থিতু হয়ে গিয়েছিলেন, তখন জুটি ভাঙার কাজটি করেছিলেন বাংলার পেসারই। সব মিলিয়ে তোলেন চার উইকেট। তারপরও আকাশ দীপ জানেন না, পরের টেস্টে খেলবেন কি না।
প্রথম টেস্টে দলে ছিলেন না। 'ওয়ার্কলোড ম্যানেজমেন্ট'-এর জন্য জশপ্রীত বুমরাহ না থাকায় দ্বিতীয় টেস্টের প্রথম একাদশ সুযোগ পান। নতুন বলে আকাশ দীপের সুইং কার্যত নাস্তানাবুদ করে ছেড়েছে ইংরেজ ব্যাটারদের। কিন্তু পরের টেস্টে যদি বুমরাহ ঢোকেন, তাহলে কি কোপ পড়বে আকাশ দীপের উপরই?
সেই চিন্তার কালো মেঘ নিয়েই বাংলার পেসার বলছেন, "এখনও টেস্টের দু'দিন বাকি। এই ম্যাচটা আমাদের জিততেই হবে। তৃতীয় টেস্ট নিয়ে ভাবছি না। আমি শুধু জানি আগামী দুদিন নিজের সবটুকু শক্তি দিতে হবে। তারপর দল সিদ্ধান্ত নেবে, আমি খেলব কি, খেলব না। আমি জানি না পরের টেস্টে খেলব কি না। দল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। সেটা পরের ম্যাচের একদিন আগে জানা যাবে।"
প্রসিদ্ধ কৃষ্ণ, নীতীশকুমার রেড্ডিরা যেটা করতে পারেননি, সেটাই করেন বাংলার আকাশ দীপ। হ্যারি ব্রুক ও জেমি স্মিথের ৩০৩ রানের জুটি ভাঙেন তিনি। ব্রুকের উইকেটের পর ফেরান ক্রিস ওকসকে। তার আগে দ্বিতীয় দিনে এক ওভারে আউট করেছিলেন বেন ডাকেট ও অলি পোপকে। তারপরও পরের টেস্টে খেলবেন কি না নিশ্চিত নন। অথচ, প্রসিদ্ধ কৃষ্ণ দুই টেস্টে ব্যর্থ হয়েছেন। ইকোনমি রেটের হিসেবে লজ্জার রেকর্ড গড়েছেন। তবু গম্ভীর তাঁকে খেলাচ্ছেন। ক্রিকেটভক্তরা চাইছেন, তৃতীয় টেস্টে প্রসিদ্ধকে বসানো হোক। সেটা যদি না হয় এবং আকাশ দীপ যদি সুযোগ না পান, তাহলে কি 'বৈষম্যে'র অভিযোগ উঠবে।
