shono
Advertisement
IND vs ENG

লিডসে ক্যাচ মিসের 'বন্যা' ভারত-ইংল্যান্ডের, নেপথ্যে কোন কারণ?

চতুর্থ দিন পর্যন্ত দুই দল ছয়টি ক্যাচ ফেলেছে।
Published By: Arpan DasPosted: 04:48 PM Jun 24, 2025Updated: 04:48 PM Jun 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ব্যাটারদের পাঁচটি সেঞ্চুরি। জশপ্রীত বুমরাহর পাঁচ উইকেট। ইংরেজ ব্যাটারদের লড়াই। সবকিছুর মধ্যে 'কমন' বিষয় কী? ক্যাচ মিস। দু'দলের ব্যাটাররাই কমবেশি জীবনদান পেয়েছেন। আবার বুমরাহর বলেও একাধিক ক্যাচ মিস হয়েছে। কিন্তু হেডিংলিতে কেন এত ক্যাচ মিস হচ্ছে?

Advertisement

তার মধ্যে ভারতের হাত থেকে পড়েছে তিনটি ক্যাচ, যেখানে সবচেয়ে বেশি 'কৃতিত্ব' যশস্বী জয়সওয়ালের। ক্যাচগুলো মিস না হলে ম্যাচের রাশ অনেকটাই ভারতের হাতে থাকত। খোদ জশপ্রীত বুমরাহও ক্ষোভ সামলাতে পারেননি। অন্যদিকে কেএল রাহুল ও ঋষভ পন্থেরও ক্যাচ পড়েছে। দুজনেই সেঞ্চুরি করে যান।

কেন এত ক্যাচ মিস হচ্ছে, তার ব্যাখ্যা দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্যালিস্টার কুক। তিনি মূলত দুটি বিষয়ের কথা বলেছেন। সেই দুটি হল পিচের ঢাল ও গ্যালারিতে টানা কালো লাইন। বিষয় দুটি ব্যাখ্যা করা যাক।

পিচের ঢাল: কুক বলছেন, "প্লেয়াররা ঠিক জায়গাতেই দাঁড়াচ্ছে। কিন্তু অনেকেই পিচের ঢাল নিয়ে সচেতন নয়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেখান থেকে কভারের দিকটা উঁচু। ফলে সেটার একটা প্রভাব পড়ে।"

গ্যালারিতে টানা কালো লাইন: কুক এই বিষয়টাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলছেন, "যদি গ্যালারির দিকে তাকান, তাহলে দেখতে পারবেন একটা টানা কালো লাইন আছে। বল যদি সেই বরাবর আসে, তাহলে ক্যাচ ধরা মুশকিল হয়। প্লেয়াররা দুশ্চিন্তায় পড়ে যায়।" তাহলে উপায়? কুকের বক্তব্য, "হাত শক্ত রাখো, কিন্তু শরীর যেন নমনীয় হয়। সবচেয়ে বড় কথা মাথা ঠান্ডা রাখতে হবে।"

আরেকটা ব্যাখ্যা দিয়েছেন স্টুয়ার্ড ব্রড। তাঁর বক্তব্য, লিডসে আবহাওয়া দ্রুত বদলায়। আচমকা ঠান্ডা বাড়লে, দর্শকরা বিভিন্ন রঙের জ্যাকেট গায়ে দেন। সেই কারণে বল দেখতে অসুবিধা হয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় ব্যাটারদের পাঁচটি সেঞ্চুরি। জশপ্রীত বুমরাহর পাঁচ উইকেট। ইংরেজ ব্যাটারদের লড়াই। সবকিছুর মধ্যে 'কমন' বিষয় কী? ক্যাচ মিস।
  • দু'দলের ব্যাটাররাই কমবেশি জীবনদান পেয়েছেন।
  • আবার বুমরাহর বলেও একাধিক ক্যাচ মিস হয়েছে।
Advertisement