সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাল বলের ক্রিকেটে রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর প্রায় তরুণ ভারতীয় দল ইংল্যান্ড (IND vs ENG) গিয়েছে। কিন্তু শুভমান গিলের ক্যাপ্টেনসিতে প্রথম টেস্টে ৫ উইকেটে হারের পর অনেকেই বলছেন, অভিজ্ঞতার অভাবেই এই পরাজয়। যদিও এই প্রসঙ্গে ইংরেজ ব্যাটার জেমি স্মিথের মত ভিন্ন। তিনি মনে করেন না অভিজ্ঞতার অভাবের কারণে টিম ইন্ডিয়াকে হারতে হয়েছে। তাছাড়াও ম্যাচের রাশ কীভাবে হাতে নিয়েছিল ইংল্যান্ড, সে কথাও বলেন তিনি।
এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটকে স্মিথ বলেন, "ভারতের অভিজ্ঞতার অভাব নিয়ে অনেক কথাই শুনতে পাচ্ছি। কিন্তু আমার মনে হয় না ওরা এই কারণে হেরেছে। পাঁচ দিন ধরে দুর্দান্ত ছিল শুভমানরা। ৩৭১ রান লক্ষ্য ছিল আমাদের। ভারতের লক্ষ্য ছিল ১০ উইকেট তুলে নেওয়া। কিন্তু সব সময় তো আর ১০ উইকেট তুলে নেওয়া সম্ভব হয়ে ওঠে না। আমরা সতর্ক ছিলাম। নাহলে শেষের দিকে সমস্যা হতে পারত। কিন্তু ভারত সারাদিন চেষ্টা চালিয়ে গিয়েছিল।"
দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন স্মিথ। ইংল্যান্ডের জয়ে ইনিংসটি বড় ভূমিকা রাখে। তাছাড়াও প্রথম ইনিংসেও তিনি করেছিলেন ৪০। বেশ কিছু বড় শট খেললেও কোনও রকম ঝুঁকি নিতে দেখা যায়নি তাঁকে। পরিকল্পনা করেই এগিয়েছেন। তাই ভারতের নতুন বল নেওয়ার আগেই ম্যাচের রাশ নিজেদের হাতে নেওয়ার চেষ্টায় ছিলেন তাঁরা।
তাঁর কথায়, "ভারত যে নতুন বল নেবে, সেটা আন্দাজ করেছিলাম। তাই এর আগেই চেষ্টা করেছিলাম স্কোরবোর্ড সচল রাখার, যাতে যতটা সম্ভব রান তুলে রাখা যায়। বল তখন বেশ পুরনো। তাই খুব একটা সমস্যা হয়নি। বুঝেশুনে হিসেব কষে শট খেলেছি।" উল্লেখ্য, ২ জুন থেকে এজবাস্টনে শুরু দ্বিতীয় টেস্ট। এই মাঠে কখনও জিততে পারেনি ভারত। শুভমানরা কি পারবেন, অতীতের সেই গ্লানি ভুলিয়ে দিতে? এর উত্তর পেতে গেলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
