shono
Advertisement
IND vs ENG

নামেই বাজবল, আসলে শুধুই দম্ভ দেখানো! ব্রুকের আউট নিয়ে ইংল্যান্ডকে ধুয়ে দিলেন শাস্ত্রী-সঙ্গকারা

টেস্টের এক নম্বর ব্যাটারকে ফাঁদে ফেলে আউট করেন আকাশ দীপ।
Published By: Arpan DasPosted: 07:41 PM Jul 13, 2025Updated: 07:41 PM Jul 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের 'বাজবল' নিয়ে কম চর্চা হয় না। পরিস্থিতি যাই হোক না, মারকুটে ব্যাটিং থেকে সরে না ইংরেজরা। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসেও হ্যারি ব্রুক সেই পথ নিয়েছিলেন। শেষ পর্যন্ত কী দাঁড়াল? আকাশ দীপের বলে উইকেট ছিটকে গেল টেস্টে বিশ্বের এক নম্বর ব্যাটারের। যার পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকারার বক্তব্য, এটা বাজবল নয়, এটা শুধুই দম্ভ দেখানো। সহমত পোষণ করলেন রবি শাস্ত্রীও। 

Advertisement

৫০ রানে ৩ উইকেট হারানোর পর ব্যাট করতে নামেন ব্রুক। মহম্মদ সিরাজরা তখন রীতিমতো আগুন ঝরাচ্ছেন। সেই সময় পালটা আক্রমণের পথ নেন ব্রুক। আকাশ দীপের এক ওভারে দুটো চার ও একটি ছক্কা হাঁকিয়ে ১৯ বলে ২৩ রানও করে ফেলেন তিনি। সুইপ বা স্কুপে, বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল ইংরেজ ব্যাটারকে। কিন্তু পরের ওভারেই জবাব দেন বাংলার পেসার। ব্রুকের পছন্দের শট সুইপের ফাঁদে ফেলেই আউট করেন আকাশ দীপ।

যা নিয়ে সঙ্গাকারা বলছেন, "ব্রুক স্কুপ শট ফেরেছে। ফাঁক বুঝে ফ্লিকও করেছে। আমার মতে, ও শুধু অতি আত্মবিশ্বাসী নয়, দাম্ভিক হয়ে গিয়েছিল। এটা বাজবল নয়, এটা শুধু দম্ভ। ওভাবে কাউন্টার অ্যাটাকের পদ্ধতি খুব বড় একটা ভুল।" ঠিক একই সুর রবি শাস্ত্রীরও। তিনি বলছেন, "ব্রুক ধ্বংসাত্মক ব্যাটিং করতে পারে। দুটো রিভার্স সুইপ করে সেটা বুঝিয়েও দিয়েছে। কিন্তু ম্যাচের এই পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ শট খেলে উইকেট ছুড়ে দিয়ে এসে ভুল করেছে। ও শুধু রানের পিছনে ছুটেছে। এসব ক্ষেত্রে খুব ঝুঁকি থাকে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইংল্যান্ডের 'বাজবল' নিয়ে কম চর্চা হয় না। পরিস্থিতি যাই হোক না, মারকুটে ব্যাটিং থেকে সরে না ইংরেজরা।
  • লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসেও হ্যারি ব্রুক সেই পথ নিয়েছিলেন।
  • আকাশ দীপের বলে উইকেট ছিটকে গেল টেস্টে বিশ্বের এক নম্বর ব্যাটারের।
Advertisement