সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডস টেস্টের (Lords Test) চতুর্থ দিনে আগ্রাসী মহম্মদ সিরাজের (Mohammed Siraj) সামনে ভেঙে পড়েছিল ইংল্যান্ডের টপ অর্ডার। বেন ডাকেটকে আউট করে আগুনে মেজাজ নিয়ে তেড়ে গিয়েছিলেন। তার জন্য বড়সড় জরিমানা হল ভারতীয় পেসারের। কিন্তু নির্বাসনের মুখে কি পড়তে হচ্ছে সিরাজকে?
আইসিসির বক্তব্য, উচ্ছ্বাস প্রকাশের সময় সিরাজ 'বাড়াবাড়ি' করে ফেলেছে। ডাকেটের আউটের পরই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুক দাবি করেছিলেন, ভারতীয় পেসারের জরিমানা করা হোক। আইসিসি যেন সেই কথাই শুনল। সিরাজের ম্যাচ ফি'র পনেরো শতাংশ কেটে নেওয়া হয়েছে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।
আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.৫ ধারায় বলা হয়েছে, 'কোনও আন্তর্জাতিক ম্যাচে ব্যাটারকে আউট করার পর বোলারদের কুকথা বা খারাপ আচরণ যদি অতি আগ্রাসী হয় বা প্রতিপক্ষকে উসকানোর চেষ্টা করা হয়, তবে তা নিয়মভঙ্গের মধ্যে পড়ে।' ২৪ মাসের মধ্যে এটা সিরাজের দ্বিতীয় আইনভঙ্গ। এই নিয়ে দুটো ডিমেরিট পয়েন্ট হল তাঁর। নিয়ম হল, যদি কোনও প্লেয়ার ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডেমিরেট পয়েন্ট পায়, তাহলে ওই প্লেয়ারকে নির্বাসিত করা হবে। অর্থাৎ, ওল্ড ট্রাফোর্ড টেস্টে সিরাজের খেলতে এখনও পর্যন্ত কোনও বাধা নেই।
চতুর্থ দিনের শেষে ভারতের রান ৪ উইকেট হারিয়ে ৫৮। টেস্ট জিততে হলে এখনও ১৩৫ রান করতে হবে। সিরাজ পরে ব্যাটও করতে নামবেন। তখন যদি নিয়মভঙ্গ করে ফের বড় শাস্তির মুখে পড়েন, তাহলে চতুর্থ টেস্টে তাঁকে পাওয়া নিয়ে সংশয় হতে পারে। উল্লেখ্য, অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে সিরাজ ও ট্র্যাভিস হেড ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। আইসিসির নিয়ম লঙ্ঘনের অপরাধে দুজনের নামের পাশেই এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছিল। সেই সঙ্গে কোড অফ কনডাক্টের আর্টিক্যাল ২.৫ লঙ্ঘন করায় ম্যাচ ফির ২০ শতাংশ কাটা হয়েছিল সিরাজের।
