সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট মাঠে তাঁদের কীর্তি যেমন কিংবদন্তি, তেমনই বহুচর্চিত তাঁদের বন্ধুত্ব। কথা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও শচীন তেণ্ডুলকরকে (Sachin Tendulkar) নিয়ে। জুটিতে লুটি বলতে যা বোঝানো হয়, তার আদর্শ উদাহরণ। হেডিংলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের (IND vs ENG) দাপট দেখে দুই প্রাক্তন ফিরে গেলেন ২৩ বছর আগে। ২০০২ সালে ঠিক একইভাবে ইংল্যান্ডকে শাসন করেছিলেন শচীন-সৌরভ-রাহুলরা।
হেডিংলিতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন বেন স্টোকস। কিন্তু তাঁর পরিকল্পনায় জল ঢালে ভারতের দুই ওপেনার। হাতে চোট নিয়েও সেঞ্চুরি করেন যশস্বী জয়সওয়াল। তবে চা-পানের বিরতির ঠিক পরেই ১০১ রানে আউট হন তিনি। আর এরপর ইংল্যান্ড দেখল নতুন অধিনায়কের কামাল। ১৪০ বলে শুভমান গিল করলেন টেস্ট কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। প্রথম দিনের শেষে তিনি অপরাজিত আছেন ১২৭ রানে। এককথায় গিলকে পরাস্ত করার মতো কোনও অস্ত্র ব্রাইডন কার্সদের হাত থেকে বেরোয়নি। অন্যদিকে ঋষভ পন্থ অপরাজিত আছেন ৬৫ রানে।
ভারতের দাপট দেখে শচীন তেণ্ডুলকর এক্স হ্যান্ডলে লেখেন, 'কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল ভারতকে শক্ত মাটিতে দাঁড় করিয়েছেন। যশস্বী ও শুভমান গিলকে অনবদ্য সেঞ্চুরির জন্য অনেক অভিনন্দন। ঋষভ পন্থও এই দলের জন্য গুরুত্বপূর্ণ। ভারতের ব্যাটিং দেখে আমার ২০০২ সালে হেডিংলি টেস্টের কথা মনে পড়ে যাচ্ছে। যেখানে রাহুল, সৌরভ ও আমি প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলাম। আমরা সেই টেস্ট জিতেছিলাম। আজ যশস্বী ও শুভমান নিজেদের কাজ করেছে। এবার তৃতীয় সেঞ্চুরি করবে কে?'
২০০২ সালে লিডসে তৃতীয় টেস্টে ভারত এক ইনিংস ও ৪৬ রানে জিতেছিল। রাহুল দ্রাবিড় করেন ১৪৮ রান। অন্যদিকে শচীনের ব্যাট থেকে আসে ১৯৩ রান। সৌরভ থামেন ১২৮ রানে। শচীনের পোস্টের উত্তরে সৌরভ লেখেন, 'হাই চ্যাম্প। এবার তো মনে হয় চারজন সেঞ্চুরি করবে। পিচ খুবই ভালো। পন্থ আর তারপর করুণও (সেঞ্চুরি) করতে পারে। ২০০২ সালের টেস্টের পিচের সঙ্গে আজকের পিচের কিছুটা তফাৎ রয়েছে।' দুজনের কথাবার্তায় নস্ট্যালজিক হয়ে পড়ছেন ক্রিকেটভক্তরা। তাঁদের বক্তব্য, 'একেই বলে বন্ধুত্ব'।
