shono
Advertisement
IND vs NZ

কিউয়িদের বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্যে ভারত, স্ট্র্যাটেজি তৈরিতেও গম্ভীরের ভরসা সেই 'রো-কো'ই

বরোদায় অর্শদীপের জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণকে খেলানো নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন কোচ গৌতম গম্ভীর। রবিচন্দ্রন অশ্বিনের মতো প্রাক্তন তারকাও যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রাজকোটে মনে হয় না প্রসিদ্ধকে খেলানোর ঝুঁকি আর নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
Published By: Arpan DasPosted: 09:15 AM Jan 14, 2026Updated: 10:36 AM Jan 14, 2026

রাজকোটের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। একেবারে পাটা উইকেট বলতে যা বোঝায়! কিন্তু রাজকোটের আরও একটা ট্র্যাডিশনও রয়েছে। আজ পর্যন্ত চারটে ওয়ানডে হয়েছে চেতেশ্বর পুজারার শহরে। কিন্তু চারটে ম্যাচেই কেউ রান তাড়া করে জেতেনি। পরিসংখ্যান মাথায় রাখলে, যে টিম টস জিতবে, সে-ই আগে ব্যাট করতে নিতে চাইবে। কিন্তু আসল হল শিশির ফ্যাক্টর। যদিও বরোদায় শিশির খুব একটা বড় ফ্যাক্টর হয়নি। ভারত অনায়াসে রান তাড়া করে ম্যাচ জিতেছিল। এবং টিমকে সবচেয়ে বেশি স্বস্তি দিচ্ছে বিরাট কোহলির ফর্ম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকেই দুর্ধর্ষ ফর্মে রয়েছেন কোহলি। মাঝে বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন। সেখানেও সেঞ্চুরি করেছেন। রোহিত শর্মা শুরুটা ভালো করেছিলেন বরোদায়। কিন্তু বড় রান পাননি। রাজকোটেও ভারতীয় ব্যাটিংয়ের বড় ভরসা হতে চলেছেন 'রো-কো' জুটি। শুভমান গিল টি-টোয়েন্টিতে একেবারেই রানের মধ্যে ছিলেন না। প্রথম ওয়ানডে'তে ভারতীয় অধিনায়ক রানে ফিরেছেন। চোট সারিয়ে ফেরা শ্রেয়স আইয়ারকেও একইরকম সাবলীল দেখিয়েছে।

Advertisement

তবে ভারতকে চিন্তায় রাখছে চোট-আঘাত সমস্যা। ঋষভ পন্থের পর ওয়াশিংটন সুন্দর চোট পেয়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। ওয়াশিংটনের বদলে আয়ুশ বাদোনিকে টিমে নিয়ে আসা হয়েছে। ব্যাটিংয়ের পাশাপাশি বাদোনি বোলিংও করে দিতে পারেন। পরিস্থিতি যা, তাতে রাজকোটে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও হয়ে যেতে পারে বাদোনির। যা খবর, তাতে নীতীশ রেড্ডি আর বাদোনির মধ্যে একজন খেলবেন। তিনজন পেসার এমনিতেই রয়েছেন। ফলে বাদোনির খেলার সম্ভাবনাই অনেক বেশি। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন টিমের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। বাদোনিকে নিয়ে তাঁর বক্তব্যে, "ও ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে এসেছে। সে জন্য ওকে নির্বাচকরা দলে নিয়েছে। তাছাড়া একজনকে দরকার ছিল যে ম্যাচে পাঁচ-ছয় ওভার বোলিং করতে পারবে।" একইসঙ্গে বিরাট-রোহিত নিয়েও কথা বলেন সীতাংশু। অস্ট্রেলিয়া সিরিজ থেকেই রোহিত অধিনায়কের দায়িত্বে নেই। তবে টিমের প্ল্যানিংয়ের ব্যাপারে রোহিত আর বিরাট, দু'জনের ভূমিকা প্রবল গুরুত্বপূর্ণ থাকে। ম্যাচের স্ট্যাটেজি কী হবে, কোন পরিস্থিতিতে কী করতে হবে, সেসব আমাদের কিছুতেই 'রো-কো' বড় ভূমিকা নেন বলে দাবি করেন সীতাংশু।

দুই পেসার মহম্মদ সিরাজ আর হর্ষিত রানার খেলা নিয়ে কোনও প্রশ্ন নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে রাখা হয়নি সিরাজকে। তবে নিউজিল্যান্ড সিরিজে ফিরে প্রথম ম্যাচেই দুরন্ত পারফর্ম করেছেন তিনি। শুধু দুই উইকেট নেওয়া নয়, বরোদার পাটা পিচেও যথেষ্ট আঁটসাটো বোলিং করেছেন সিরাজ।

তবে বরোদায় অর্শদীপের জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণকে খেলানো নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন কোচ গৌতম গম্ভীর। রবিচন্দ্রন অশ্বিনের মতো প্রাক্তন তারকাও যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রাজকোটে মনে হয় না প্রসিদ্ধকে খেলানোর ঝুঁকি আর নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। হালফিলে প্রসিদ্ধের পারফরম্যান্স একেবারেই আহামরি নয়। অর্শদীপের জায়গায় তাঁকে খেলানোর যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না অনেকে। যা খবর, তাতে রাজকোটে ফিরতে চলেছেন অশদীপ।

উল্টোদিকে নিউজিল্যান্ড টিম খুব ভালো জায়গায় নেই। দলে চোট-আঘাত সমস্যা রয়েছে। ব্যর্থ হচ্ছে কিউয়ি মিডল অর্ডারও। তাই ভারত অধিনায়ক শুভমান চাইছেন, ওয়ানডে সিরিজ জয়ের কাজটা রাজকোটেই সেরে ফেলতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement