বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে ইতিমধ্যেই বিস্তর জলঘোলা হয়েছে ক্রিকেট মহলে। এবার নতুন বিতর্ক। পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন তারকা আলি খানের (Ali Khan) দাবি, তাঁকেও বিশ্বকাপ খেলতে আসার ভিসা দিচ্ছে না ভারত। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। 'পাকিস্তানি' বলে আলি খান-সহ ৪ তারকার ভিসার আবেদন খারিজ করা হয়নি। এই নিয়ে কাজ চলছে। এখনও পর্যাপ্ত সময় আছে। ঠিক সময়েই সব জটিলতার অবসান হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
এ বছরও বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে আমেরিকা। যদিও নামে আমেরিকার দল হলেও মূলত দক্ষিণ এশিয়া এবং ইউরোপের কিছু ক্রিকেটারকে নিয়ে এই দলটা তৈরি। একটা সময় পাক বংশোদ্ভূত এই মার্কিন পেসার কেকেআরের জার্সিও গায়ে চাপিয়েছেন। সেই আলি খানের দাবি, বিশ্বকাপের জন্য ভারত তাঁকে ভিসা দিচ্ছে না। ইনস্টাগ্রামে ওই ক্রিকেটার লিখেছেন, ভারতীয় ভিসার আবেদন করা সত্ত্বেও তিনি ভিসা পাননি। আলির জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানে। ১৯ বছর বয়সে তিনি আমেরিকায় গিয়ে ক্রিকেট খেলা শুরু করেন। পরে জানা যায়, আমেরিকারও আরও তিন ক্রিকেটার সায়ান জাহাঙ্গীর, মহম্মদ মহসিন এবং এহসান আদিলও একই সমস্যায় পড়তে পারেন।
কিন্তু আলির দাবি কতটা সত্যি? একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে, আনুষ্ঠানিকভাবে ভিসার আবেদন খারিজ করা হয়নি। ভিসার কাজ এখনও চলছে। এই বিষয়ের সঙ্গে যুক্ত আধিকারিকরা জানিয়েছেন, ভিসার আবেদনের পরীক্ষা চলছে। আরেকটি সূত্রের মতে, বুধবারই ভিসা দেওয়া হতে পারে। যেহেতু তাঁদের সঙ্গে পাকিস্তানি যোগ রয়েছে, তাই ভিসা মঞ্জুরের পুরো কাজটি সম্পন্ন করতে একটু বেশি সময় লাগছে। এমনকী ওমান, সংযুক্ত আরবশাহী, কানাডা ও জিম্বাবোয়ের মতো দলের ক্ষেত্রে তা প্রযোজ্য। ফলে আলি খানরা যেভাবে গোটা বিষয়টিকে প্রচার করছেন, তাতে 'ভারত বিদ্বেষে'র যোগ পাচ্ছেন অনেকে।
সরকারিভাবে এখনও আমেরিকার দল ঘোষণা করাই হয়নি। এই মুহূর্তে আমেরিকার দল শ্রীলঙ্কায় রয়েছে। সেখানেই ভিসা সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের দলে একাধিক ভারত ও পাক বংশোদ্ভূত ক্রিকেটার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। তাঁদের মধ্যেই রয়েছেন ডানহাতি পেসার আলি খান। এর আগেও একাধিক পাক বংশোদ্ভূত ক্রীড়াবিদ ভারতের ভিসা পেতে সমস্যায় পড়েছেন। সেই তালিকায় শোয়েব বশির, শাকিব মেহমুদের মতো ইংরেজ ক্রিকেটাররাও রয়েছেন। তবে সেটা সাময়িক।
