shono
Advertisement
IND vs SA 4th T20

একানায় ফের পরীক্ষায় সূর্য-গিল, চতুর্থ টি-টোয়েন্টি জিতে সিরিজে চোখ ভারতের

সূর্যর ব্যাটে শেষ হাফসেঞ্চুরি এসেছিল ২০২৪-এর অক্টোবরে।
Published By: Prasenjit DuttaPosted: 11:39 AM Dec 17, 2025Updated: 02:06 PM Dec 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ দুয়ারে। বাকি আর মাত্র দু’মাস। কিন্তু তার আগে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটিং ফর্ম চিন্তা বাড়িয়ে দিয়েছে সমর্থককুলকে। সূর্যর ব‌্যাটে তেজ নেই। ফলে তাঁর উপর চাপ বাড়ছে। সেই চাপ নিয়েই বুধবার লখনউয়ের একানা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি (IND vs SA 4th T20) ম‌্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। 

Advertisement

সূর্যর ব‌্যাটে শেষ হাফসেঞ্চুরি এসেছিল ২০২৪-এর অক্টোবরে। তারপর থেকে আর বড় রান নেই। যদিও ভারতীয় টিম ম‌্যানেজমেন্ট প্রবলভাবেই পাশে আছে অধিনায়কের। মঙ্গলবার যেমন শিবম দুবে বলে গেলেন, ‘‘সূর্য এমন একজন ক্রিকেটার যে চার-পাঁচটা ম‌্যাচ একাই জেতাতে সক্ষম। ওর যদি ফর্ম না থাকে, তাহলেও ও কিন্তু মোটেই খারাপ ক্রিকেটার নয়।’’ প্রবলভাবে অধিনায়কের পাশে দাঁড়িয়ে শিবম আরও বলে গেলেন, ‘‘সূর্য অন‌্যতম সেরা ক্রিকেটার। ও যা করতে পারে, তা অনেকেই করতে পারে না। হ্যাঁ, এই মুহূর্তে হয়তো ও রানের মধ্যে নেই। কিন্তু সঠিক সময়েই সূর্য রানে ফিরে আসবে। যে কোনও দিনই ওর ব‌্যাটে বিস্ফোরণ ঘটবে।’’

ভারত অধিনায়কের দৃঢ় মানসিকতার উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘‘ও লড়াকু। রান পাক বা না পাক, ওর মানসিকতা একইরকম থাকে। সূর্য সবসময় দলের জন‌্য জান কবুল করতে বদ্ধপরিকর। অসম্ভব উদ্ভাবনী ক্ষমতার অধিকারী। একইসঙ্গে প্রতিপক্ষের জন‌্য ভয়ংকর। ও ৩৬০ ডিগ্রি ক্রিকেটার।’’ শুধু সূর্য নন, তাঁর সহকারী শুভমান গিলও রানের মধ্যে নেই। শিবম একইসঙ্গে সহ-অধিনায়কের পাশেও দাঁড়িয়েছেন।

তিনি বলেন, ‘‘আমি মনে করি শুভমান এমন একজন ক্রিকেটার যার ফর্মের উত্থান-পতন হলেও গড় এবং স্ট্রাইক রেট এখনও যথেষ্ট ভালো। ভারতের হয়ে দীর্ঘদিন পারফর্ম করছে। ফর্মের ওঠা-পড়া খেলার অবিচ্ছেদ‌্য অঙ্গ। তবে শুভমান যে ভারতের অন‌্যতম সেরা ব‌্যাটার, তা নিয়ে আমার মনে কোনও সন্দেহ নেই।’’ অক্ষর প‌্যাটেলের চোট থাকায় ভারতীয় টিম ম‌্যানেজমেন্ট ডেকে নিয়েছে বাংলার শাহবাজ আহমেদকে। তাঁকে খেলানো হতে পারে। জশপ্রীত বুমরাহ গত ম‌্যাচে ছিলেন না। সামনের ম‌্যাচে তিনি খেলবেন কি না, জানা যায়নি।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
লখনউ, সন্ধে ৭.০০
সরাসরি স্টার স্পোর্টস

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ দুয়ারে। বাকি আর মাত্র দু’মাস।
  • কিন্তু তার আগে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটিং ফর্ম চিন্তা বাড়িয়ে দিয়েছে সমর্থককুলকে।
  • তাঁর সহকারী শুভমান গিলও রানের মধ্যে নেই। শিবম একইসঙ্গে সহ-অধিনায়কের পাশেও দাঁড়িয়েছেন।
Advertisement