সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংক্ষিপ্ত কিংবা মিনি-নিলাম কখনওই দল গড়ার মঞ্চ নয়। বরং টুকটাক ফাঁক-ফোঁকর, ফাইন টিউনিংয়ের জমি। অন্তত ঐতিহাসিক ভাবে মিনি-নিলামকে সে নজরেই দেখে এসেছে ফ্র্যাঞ্চাইজিরা। তবে কেকেআরের কাছে ব্যাপারটা অন্যরকম। গত মেগা নিলামে সেভাবে দল গুছিয়ে উঠতে পারেনি নাইটরা। তাছাড়া গত মরশুমের ব্যর্থতার পর বেশ কিছু ক্রিকেটারকে রিলিজও করা হয়েছে। তাই এবারের মিনি নিলামে দলের সেই ফাঁকফোঁকর বুজিয়ে আরও শক্তিশালী করার দুরূহ কাজটি করতে নেমেছিল নাইট ম্যানেজমেন্ট। এবং সেই কাজে অনেকটাই সফল অভিষেক নায়াররা। দিনের শেষে হাসিমুখেই নিলাম টেবিল ছাড়লেন নাইটরা। সামান্য একটা-দুটো মিস বাদে বেশিরভাগ ক্ষেত্রেই হিট কেকেআর।
এবারের নিলামে মূলত তিনটি লক্ষ্য নিয়ে নেমেছিল কেকেআর। এক, রাসেলের পরিবর্তে বিশ্বমানের অলরাউন্ডার খোঁজা। টি-২০ ফরম্যাটে বিশ্বমানের পেসার খোঁজা। তিন, ভালো মানের উইকেট কিপার ব্যাটার দলে নেওয়া। এর পাশে আরও একটা উদ্দেশ্য ছিল, সেটা হল দলের ব্যাক আপ ক্রিকেটারদের শক্তিশালী করা। নিলাম শেষে ৩টির মধ্যে দুটি একেবারে ১০০ শতাংশ সফল করেছে কেকেআর। অলরান্ডার হিসাবে নাইটদের টার্গেট ছিল অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন। অজি অলরাউন্ডার একদিকে যেমন ব্যাট হাতে ম্যাচের মোড় ঘোরাতে পারেন, তেমনই দরকারে মিডিয়াম পেস বলটাও করেন। তাছাড়া বয়স বেশি না হওয়ায় গ্রিনের মধ্যে ভবিষ্যৎ সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে এবারের আইপিএলের সবচেয়ে ‘হট প্রপার্টি’ ছিলেন তরুণ অজি অলরাউন্ডার। নিলামের শুরু থেকেই তাঁর পিছনে ঝাঁপিয়েছিল কেকেআর। শুরুর দিকে রাজস্থান রয়্যালস কিছুক্ষণ তাঁর জন্য বিড করলেও, আসল লড়াই হয় সিএসকে এবং কেকেআরের মধ্যে। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে কেনে নাইটরা।
পেস বোলারদের মধ্যে কেকেআরের টার্গেট ছিলেন মাথিশা পাথিরানা। শ্রীলঙ্কার এই পেসার ডেথ ওভারে অতীতে আইপিএলে একাই ম্যাচের রং বদলেছেন। এবার শ্রীলঙ্কার 'জুনিয়র মালিঙ্গা'কে ১৮ কোটি টাকায় কিনেছে কেকেআর। তবে সাম্প্রতিক অতীতে পাথিরানার ফর্ম নিয়ে সংশয় রয়েছে। তাই বিকল্প হিসাবে অভিজ্ঞ মুস্তাফিজুর রহমানকেও টার্গেট করেছিল নাইটরা। আসলে নাইটরা এবার অভিজ্ঞ বিদেশি পেসার খুঁজছিল। দলে আগেভাগেই হর্ষিত রানা, বৈভব অরোরারা মতো তরুণ পেসার রয়েছেন। সঙ্গে নিলাম থেকে মাথিসা পাথিরানাকে কিনেছে কেকেআর। এই তরুণ ব্রিগেডকে গাইড করতে ফিজের অভিজ্ঞতা কাজে লাগবে। সেই লক্ষ্যেই বাঁহাতি পেসারের জন্য ঝাঁপায় নাইটরা।
অলরাউন্ডার এবং পেসার, এই দুটি বিভাগে ছক্কা হাঁকালেও উইকেটরক্ষক বিভাগে নিজেদের লক্ষ্যপূরণ কেকেআর করতে পারেনি। নিলামে উইকেটরক্ষক কার্তিক শর্মাকে টার্গেট করে নাইটরা। কিন্তু শেষমেশ ১৪ কোটি টাকারও বেশি দিয়ে তাঁকে তুলে নেয় চেন্নাই। বদলে কেকেআর ভরসা রেখেছে আনকোরা মুখ তেজস্বী সিংয়ের উপর। এই তেজস্বী দিল্লি প্রিমিয়ার লিগে গত মরশুমে সর্বাধিক ছক্কার মালিক। এ ছাড়া দুই কিউয়ি কিপার ফিন অ্যালেন এবং টিম সেইফার্টকে নিয়েছে নাইটরা। এই বিভাগে কিছুটা চিন্তার জায়গা রইল কেকেআরের।
এর বাইরে রাচীন রবীন্দ্র, আকাশদীপের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়েছে কেকেআর। তাঁরা যে কোনও স্কোয়াডের জন্য বেশ উপযোগী। ঘরে ফিরেছেন পুরনো নাইট রাহুল ত্রিপাঠীও। এর বাইরে অখ্যাত ৩ ক্রিকেটারকেও নিয়েছে নাইটরা। সব মিলিয়ে অধিকাংশ টার্গেটই পূরণ করেছে নাইটরা।
