shono
Advertisement

Breaking News

IND vs SA

টানা ২০ ম্যাচে বদলাল না ভারতের 'মুদ্রাদোষ', রায়পুরে টসে হেরে শুরুতে ব্যাট করবেন রো-কো

India Lost Toss: দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন অধিনায়ক টেম্বা বাভুমা।
Published By: Arpan DasPosted: 01:10 PM Dec 03, 2025Updated: 04:46 PM Dec 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের টসে হার ভারতের। রোহিত শর্মা, শুভমান গিল থেকে কেএল রাহুল, ভারতের 'মুদ্রাদোষ' বদলাচ্ছে না। এই নিয়ে টানা ২০টা ম্যাচ টসে হারল ভারত। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ শুরুতেই ব্যাট করতে দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। তাদের দলে ফিরেছেন অধিনায়ক টেম্বা বাভুমা। সিরিজ জয়ের ম্যাচে ভারতীয় দল কোনও পরীক্ষানিরীক্ষার পথে হাঁটেনি। রাঁচির দলের প্রথম একাদশই রায়পুরে দ্বিতীয় ওয়ানডেতে খেলবে।

Advertisement

টসে হারাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা থেকে অস্ট্রেলিয়ায় শুভমান গিল হয়ে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেএল রাহুল। অধিনায়ক বদলায়, কিন্তু ভারতের 'মুদ্রাদোষ' বদলায় না। টানা ২০ ম্যাচে টস হারের অর্থ ১০ লক্ষ বারে মাত্র একবার সম্ভাবনা। সেই অসাধ্যসাধনও হয়ে গেল।

এমনকী রাহুল টসের সময় বলে গেলেন, "এখন তো সবচেয়ে বেশি চাপে থাকি টসের সময়। আমরা কতদিন টস জিতিনি। আমি নিজে কয়েন টস করে চেষ্টা করেছি। কিন্তু তাতেও কাজ হচ্ছে না।" উল্লেখ্য, ভারত শেষবার টসে জিতেছে ২০২৩-র নভেম্বরে, বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। 

রায়পুরে দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ পকেটে। এই ম্যাচে প্রথম একাদশ বদলাননি গম্ভীর। রায়পুরের পিচ নিয়ে দুই অধিনায়কই একটু সংশয়ে। তবে সম্ভবত শিশিরের কথা ভেবেই প্রথমে বল করার সিদ্ধান্ত বাভুমা। তিনি ছাড়াও প্রোটিয়া দলে এসেছেন কেশব মহারাজ ও লুঙ্গি এনগিডি। জায়গা হয়নি রায়ান রিকেলটন ও প্রেনেলান সুব্রায়েনের। অন্যদিকে রাহুল বললেন, "প্রত্যেকেই ছন্দে আছে। আগের ম্যাচে জিততে অত্যন্ত আত্মবিশ্বাসী। এখানে শিশির পরে পার্থক্য গড়ে দিতে পারে। বোলাররা এই আলোচনা করেছে, সেই বুঝেই বল করবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের টসে হার ভারতের। রোহিত শর্মা, শুভমান গিল থেকে কেএল রাহুল, ভারতের 'মুদ্রাদোষ' বদলাচ্ছে না।
  • এই নিয়ে টানা ২০টা ম্যাচ টসে হারল ভারত। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
  • অর্থাৎ শুরুতেই ব্যাট করতে দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে।
Advertisement