shono
Advertisement

Breaking News

Pakistan Cricketers

'ডিজিটাল স্ট্রাইক' জারি ভারতের, এবার নিষিদ্ধ বাবর-রিজওয়ানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

পহেলগাঁও জঙ্গি হামলার ২৬ জনের মৃত্যুর ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে বদলার হুঁশিয়ারি দিয়েছে ভারত।
Published By: Prasenjit DuttaPosted: 06:02 PM May 02, 2025Updated: 06:13 PM May 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানি ক্রিকেট তারকাদের ইনস্টাগ্রামে কোপ পড়তে শুরু করছে। একঝাঁক ক্রিকেটারের অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, হ্যারিস রাউফের মতো পাকিস্তানি ক্রিকেটারদের ইনস্টাগ্রাম ব্লক করে দেওয়া হয়েছে ভারতে। পাশাপাশি হানিয়া আমির, মাহিরা খান, আলি ফজলের মতো একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীর অ্যাকাউন্টও ভারতে ব্লক করা হয়েছে। এভাবেই পাকিস্তানের উপর 'ডিজিটাল স্ট্রাইক' জারি রেখেছে ভারত।

Advertisement

বাবর, রিজওয়ান, শাহিন, হ্যারিস বর্তমান পাকিস্তান দলের জনপ্রিয় ক্রিকেটার। বিশ্বজুড়ে তাঁদের বিশাল ভক্তসংখ্যা। তাঁরা এখন পিএসএলে খেলতে ব্যস্ত। বাবর পেশোয়ার জালমির নেতৃত্ব দিচ্ছেন। রিজওয়ান মুলতান সুলতানসের অধিনায়ক। বাঁ-হাতি পেসার শাহিন লাহোর কালান্দার্সের অধিনায়ক। হ্যারিস রয়েছেন লাহোর দলে। তাঁদের সকলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে ভারতে। ভারতীয় কোনও নেটিজেন তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে গেলেই দেখেন মেসেজ ভেসে উঠছে, 'এই অ্যাকাউন্টটির ভারতে কোনও অস্তিত্ব নেই। কারণ আমরা আইনি অনুরোধ মেনে এই কন্টেন্ট সীমাবদ্ধ করেছি।'

এখানেই শেষ নয়, বৃহস্পতিবার থেকে ইনস্টাগ্রামে মিলছে না অলিম্পিকে সোনার পদক জয়ী আরশাদ নাদিমের অ্যাকাউন্টও। উল্লেখ্য, নিজের নামাঙ্কিত প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ‘বন্ধু’ নাদিমকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন নীরজ চোপড়া। কিন্তু পহেলগাঁও হামলার পরে ভারতে আসছেন না নাদিম। এহেন পরিস্থিতিতে ভারতে নিষিদ্ধ হয়ে গিয়েছে তারকা জ্যাভলিন থ্রোয়ারের ইনস্টাগ্রাম। 

পহেলগাঁও জঙ্গি হামলার ২৬ জনের মৃত্যুর ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে বদলার হুঁশিয়ারি দিয়েছে ভারত। এই আবহেই ভারতের বিরুদ্ধে লাগাতার মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছিল পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলো। ভারতীয় সেনা ও নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে প্রচার চালানোর পাশাপাশি সাম্প্রদায়িক উসকানিমূলক কনটেন্ট ছড়ানো হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয় ভারতে। সেই তালিকায় ছিল প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারের চ্যানেলও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানি ক্রিকেট তারকাদের ইনস্টাগ্রামে কোপ পড়তে শুরু করছে।
  • বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, হ্যারিস রাউফের মতো পাকিস্তানি ক্রিকেটারদের ইনস্টাগ্রাম ব্লক করে দেওয়া হয়েছে ভারতে।
  • বৃহস্পতিবার থেকে ইনস্টাগ্রামে মিলছে না অলিম্পিকে সোনার পদক জয়ী আরশাদ নাদিমের অ্যাকাউন্টও।
Advertisement