shono
Advertisement
IND VS SL

শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে দুই বদল, টসে হেরে ব্যাটিং করবে ভারত

টস হেরে টিম ইন্ডিয়ার অধিনায়ক জানালেন, তাঁরাও ব্যাট করতেন আগে।
Published By: Prasenjit DuttaPosted: 07:46 PM Sep 26, 2025Updated: 08:25 PM Sep 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই এশিয়া কাপে ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। রবিবার ফাইনালে টিম ইন্ডিয়ার সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার এই ম্যাচে টসে হেরে গেলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠালেন শ্রীলঙ্কান অধিনায়ক। 

Advertisement

সূর্যকুমার বলেন, "আসলে আমরাও প্রথমে ব্যাট করার কথা ভাবছিলাম। এখানকার পরিবেশ ভালো। আশা করি আমরা এই সুযোগ কাজে লাগাতে পারব।" ক্যাচ মিস প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এটা খেলারই অংশ।" এরপর দলে দু'টি বদলের কথা বলেন।

এই ম্যাচে নেই জসপ্রীত বুমরাহ। দু'দিন পরেই ফাইনাল। তাই তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। খেলছেন না শিবম দুবেও। এই দুই তারকার জায়গায় দলে এসেছেন অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। তবে নিয়মরক্ষার এই ম্যাচেও প্রথম একাদশে রিঙ্কু সিংয়ের কোনও জায়গা নেই। যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

অন্যদিকে, এশিয়া কাপে সাড়া জাগিয়ে শুরু করা শ্রীলঙ্কা সুপার ফোরে এসে খেই হারিয়েছে। পাকিস্তান এবং বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছে তারা। শুক্রবার টস জিতে চরিত আসালঙ্কা বলেন, "আমরা ফাইনালে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়ে ওঠেনি। এখানকার পিচ দেখে তো ভালোই মনে হচ্ছে। ১৭০-১৭৫ রান উঠতে পারে এখানে। আমাদের দলে একটিই মাত্র বদল। চামিকা করুণারত্নের পরিবর্তে নেওয়া হয়েছে লিয়াঙ্গেকে।"

ভারত (প্রথম একাদশ): অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী

শ্রীলঙ্কা (প্রথম একাদশ): পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, কুশল পেরেরা, চরিত আসালঙ্কা, জেনিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুশমন্থা চামেরা, মহেশ থেকশানা, নুয়ান থুশারা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগেই এশিয়া কাপে ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। রবিবার ফাইনালে টিম ইন্ডিয়ার সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
  • তার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার এই ম্যাচে টসে হেরে গেলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
  • ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠালেন শ্রীলঙ্কান অধিনায়ক। 
Advertisement