shono
Advertisement
Jasprit Bumrah

দ্বিতীয় টেস্টে খেলবেন বুমরাহ! একদিন আগে বড়সড় ইঙ্গিত দিলেন অধিনায়ক গিল

বুমরাহ যে ফিট সেটা স্পষ্ট করে দিয়েছে ভারতীয় শিবির।
Published By: Subhajit MandalPosted: 09:40 PM Jul 01, 2025Updated: 09:40 PM Jul 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কি জশপ্রীত বুমরাহ খেলবেন? ম্যাচের একদিন আগেও ঝেড়ে কাশলেন না অধিনায়ক শুভমান গিল। সহকারী কোচ রায়ান টেন দুশখাতের মতোই গিল বলে গেলেন, বুমরাহর খেলা না খেলাটা ঠিক করা হবে একেবারে শেষ মুহূর্তে। প্রয়োজনে ভারতের বিকল্প পরিকল্পনাও তৈরি বলে দাবি করেছেন অধিনায়ক।

Advertisement

লাল বলের ক্রিকেটে এজবাস্টন আজ পর্যন্ত এমনিতেই কোনও সুখস্মৃতি সরবরাহ করেনি ভারতীয় টিমকে। কারণ, এ মাঠে কখনও টেস্ট জেতেনি ভারত। ভারত এমনিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ০-১ পিছিয়ে। এই অবস্থায় বুমরাহ এজবাস্টনে না খেলা মানে, ভারতের উপর চাপ আরও কয়েকগুণ বেড়ে যাওয়া। সমর্থক থেকে প্রাক্তনী, সকলেই প্রবলভাবে চাইছেন বুধবার বুমরাহকে নামিয়ে দেওয়া হোক। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট ম্যাচের একদিন আগেও দলের সেরা পেসারকে নিয়ে রহস্য জিইয়ে রাখতে চাইছেন।

বুমরাহ প্রশ্নে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে অধিনায়ক গিল বলে গেলেন, "জশপ্রীত বুমরাহকে পাওয়া যাবে। ও ফিট। তবে ওঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে নজর দিতে হবে। আমরা পরে চূড়ান্ত দল ঠিক করব।" ভারত অধিনায়ক বলছেন, "আমরা সঠিক বোলিং আক্রমণ বেছে নেওয়ার চেষ্টা করছি, যাতে বিপক্ষের ২০টি উইকেট নেওয়া যায় এবং লোয়ার অর্ডার কিছু রানও করতে পারে।" গিল জানিয়েছেন, এই সিরিজের আগেই তাঁদের জানা ছিল বুমরাহকে মাত্র ৩ ম্যাচের জন্য পাওয়া যাবে। বিষয়টা কঠিন। কিন্তু ম্যানেজমেন্ট সেই মতো বিকল্প পরিকল্পনা সেরে রেখেছে বলেও দাবি ভারত অধিনায়কের।

ইংল্যান্ড সফরের শুরুটা ভালো হয়নি ভারতীয় দলের। লিডস টেস্টে হার মানতে হয়েছে। এই ম্যাচে বুমরাহকে না পাওয়া গেলে তাঁর জায়গায় খেলার সবচেয়ে বেশি সম্ভাবনা বাংলার পেসার আকাশ দীপের। চোটের সমস্যায় দীর্ঘদিন ভুগেছেন তিনি। অজি সফরের পর চোটের জন্য বাইরে চলে যেতে হয়েছিল। তবে এখন আকাশদীপ পুরোপুরি ফিট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত এমনিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ০-১ পিছিয়ে।
  • এই অবস্থায় বুমরাহ এজবাস্টনে না খেলা মানে, ভারতের উপর চাপ আরও কয়েকগুণ বেড়ে যাওয়া।
  • সমর্থক থেকে প্রাক্তনী, সকলেই প্রবলভাবে চাইছেন বুধবার বুমরাহকে নামিয়ে দেওয়া হোক।
Advertisement