shono
Advertisement

Breaking News

India vs New Zealand

৭৮৫ দিন পরে প্রথম একাদশে ফিরছেন তারকা, টি-২০ সিরিজ শুরুর আগেই বিশ্বকাপের পরিকল্পনা ফাঁস সূর্যর

বিশ্বকাপ শুরুর আগে ভারতের হাতে আর মাত্র পাঁচটিই ম্যাচ। এই সিরিজের আগে তিলক বর্মা এবং ওয়াশিংটন সুন্দর চোট পেয়ে যাওয়ায় দলের পরিকল্পনা অনেকটাই ধাক্কা খেয়েছে।
Published By: Subhajit MandalPosted: 07:16 PM Jan 20, 2026Updated: 07:47 PM Jan 20, 2026

হাতে আর পাঁচটা ম্যাচ। তারপরই দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ। যা কিনা কোচ গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের জন্য অগ্নিপরীক্ষার শামিল। ঘরের মাঠে বিশ্বকাপে ভালো কিছু করতে না পারলে দু'জনেরই চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। তাই বিশ্বকাপের আগে আর কোনও পরীক্ষানিরীক্ষা নয়। শুধুমাত্রা যাঁরা বিশ্বকাপ ভাবনায় রয়েছেন তাঁদেরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সুযোগ দেওয়া হবে। সেটা স্পষ্ট করে বলে দিলেন ভারত অধিনায়ক।

Advertisement

বুধবার থেকে কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু। প্রথম ম্যাচেই প্রথম একাদশে ফিরছেন দীর্ঘদিন বাদে জাতীয় দলে প্রত্যাবর্তন করা ঈশান কিষান। সূর্যকুমার যাদব জানিয়ে দিয়েছেন, বুধবার ভারতের হয়ে ৩ নম্বরে ব্যাট করতে নামবেন ঈশান কিষান। তেমনটা হলে ৭৮৫ দিন বাদে ফের জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পাচ্ছেন ঈশান। সূর্য সাফ বলছেন, "ঈশান আমাদের বিশ্বকাপের পরিকল্পনায় রয়েছে। তিলক যেহেতু নেই তাই ওই ৩ নম্বরে ব্যাট করবে।"

ঈশানকে নিয়ে উচ্ছ্বসিত সূর্য। তিনি বলছেন, "ও আমাদের পরিকল্পনায় আছে। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলেনি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে দারুন খেলছে। অনেকদিন যেহেতু জাতীয় দলে খেলেনি, তাই ওকে সুযোগ দেওয়াটা দরকার।" প্রশ্ন হল, ঈশান খেললে শ্রেয়স আইয়ারের কী হবে? তিনি কি সুযোগ পাবেন? ভারত অধিনায়কের কথায়, "৪-৫ নম্বরের ব্যাটারের জায়গা খালি হলে অন্য কারও কথা ভাবা হত। কিন্তু তিলক নেই। তাই ৩ নম্বরের জায়গাটাই ঈশানই সেরা বিকল্প।" অর্থাৎ সূর্য স্পষ্ট করে দিয়েছেন, শ্রেয়স যেহেতু বিশ্বকাপের দলে নেই, তাই তিনি টি-২০ সিরিজে বেশি খেলার সুযোগ পাবেন না। অর্থাৎ দীর্ঘদিন বাদে টি-২০ দলে ফিরলেও প্রথম একাদশে খেলার সম্ভাবনা আপাতত তাঁর নেই।

আসলে বিশ্বকাপ শুরুর আগে ভারতের হাতে আর মাত্র পাঁচটিই ম্যাচ। এই সিরিজের আগে তিলক বর্মা এবং ওয়াশিংটন সুন্দর চোট পেয়ে যাওয়ায় দলের পরিকল্পনা অনেকটাই ধাক্কা খেয়েছে। তাই সম্ভাব্য বিকল্পদের বাজিয়ে দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement