shono
Advertisement
India vs Pakistan

একই দিনে জোড়া ভারত-পাক ম্যাচ! টি-২০ বিশ্বকাপে সূর্য-আফ্রিদিদের দ্বৈরথের দিন আরও এক মহারণ

১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ক্রিকেটের মহাদ্বৈরথ নিয়ে উন্মাদনা বাড়ছে। তবে ওই দিনই বাইশ গজে আরও একটা ভারত-পাক যুদ্ধ দেখা যাবে।
Published By: Arpan DasPosted: 04:53 PM Jan 20, 2026Updated: 04:53 PM Jan 20, 2026

১৫ ফেব্রুয়ারি, ২০২৬। দিনটার দিকে তাকিয়ে দেশের ক্রিকেটভক্তরা। কারণ ওই দিন টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ক্রিকেটের মহাদ্বৈরথ নিয়ে উন্মাদনা বাড়ছে। তবে ওই দিনই বাইশ গজে আরও একটা ভারত-পাক যুদ্ধ দেখা যাবে। অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি ডবল ধামাকা। কোন টুর্নামেন্টে দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের?

Advertisement

ভারত এই টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন। ৭ ফেব্রুয়ারি থেকে একই গ্রুপে দুই দলের অভিযান শুরু হবে। আর ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ১৫ ফেব্রুয়ারি। দেশের মাটিতে বিশ্বকাপ হলেও এই ম্যাচটি সূর্যকুমাররা খেলতে যাবেন শ্রীলঙ্কায়। গত বছর এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। তিনবারই জিতেছেন সূর্যকুমাররা। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি হোক বা মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ, সর্বত্র ভারতের জয়জয়কার।

এর মধ্যেই ঘোষিত আরেকটি ক্রিকেট টুর্নামেন্টের সূচি। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মহিলাদের এশিয়া কাপ রাইজিং স্টারস। অর্থাৎ মহিলাদের ক্রিকেটের তরুণ প্রতিভারা নামবে এই টুর্নামেন্টে। 'এ' গ্রুপে ভারত ছাড়াও আছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী ও নেপাল। থাইল্যান্ডে এই টুর্নামেন্ট হবে। ভারতের প্রথম ম্যাচ ১৩ ফেব্রুয়ারি আমিরশাহীর বিরুদ্ধে। এরপর ভারত-পাক মহারণ। ১৫ ফেব্রুয়ারি দুই দল মুখোমুখি হবে। এই প্রথমবার একই দিন জোড়া ভারত-পাকিস্তান ম্যাচ। এই টুর্নামেন্টের ফাইনাল ২২ ফেব্রুয়ারি। উল্লেখ্য, পুরুষদের রাইজিং এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিটের মূল্য শ্রীলঙ্কার মুদ্রায় মাত্র ১৫০০। ভারতীয় মুদ্রায় যা মাত্র ৪৩৯ টাকা। বিশ্বকাপের ইতিহাসে কখনও এত কম দাম ধার্য করা হয়নি। প্রথম পর্বের টিকিট নিয়ে এমনিতেই কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। দ্বিতীয় পর্বের টিকিট নিয়েও যে কাড়াকাড়ি শুরু হয়। টিকিট বিক্রি শুরু হতেই ক্র্যাশ করল ওয়েবসাইট। এবার একই দিনে আরও একটি ভারত-পাক মহারণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement