সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুলানপুরে টসের পরই একগাল হাসি সূর্যকুমার যাদবের মুখে। কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতেছে ভারত। তবে টস জেতার পর তাঁর সিদ্ধান্ত নিয়ে সামান্য ভ্রু কোঁচকালেন সঞ্চালক রবি শাস্ত্রী। কারণ প্রথমে বল করার সিদ্ধান্ত নেন সূর্য।
টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ থাকলেও কেন এমন সিদ্ধান্ত? স্বাভাবিক ভাবেই ধেয়ে আসে প্রশ্ন। ভারত অধিনায়ক জানান, সন্ধেয় শিশিরের কারণেই প্রথম বল করবে টিম ইন্ডিয়া। তবে দলে কোনও বদল নেই। যে দল প্রথম টি-টোয়েন্টি জিতিয়েছে, তার উপরই ভরসা রেখেছেন কোচ গৌতম গম্ভীর। বলে রাখা ভালো, গত ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। পরিণতি খুব একটা সুখকর হয়নি।
কটকে প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় বোলিং দাপটে মাত্র ৭৪ রানেই গুটিয়ে গিয়েছিল প্রোটিয়ারা। জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তীদের তাণ্ডবে ধোপে টিকতে পারেননি কেউ। আজ মুলানপুরেও সেই ছন্দই ধরে রাখতে মরিয়া টিম ইন্ডিয়া। তবে বোলারদের পাশাপাশি এদিন বিশেষ নজর থাকবে দুই ব্যাটারের দিকেও। একজন দলের অধিনায়ক এবং অন্যজন সহ-অধিনায়ক। গত ম্য়াচে মাত্র ১২ রানেই প্যাভিলিয়নে ফিরেছিলেন সূর্য। ওপেন করতে নেমে শুভমান গিল আউট হন মাত্র ৪ রানে। এবার ঘরের মাঠে তিনি ফর্মে ফিরতে পারেন কিনা, সেদিকে নজর থাকবে। তবে দর্শকরা আরও একবার মুখিয়ে রয়েছেন হার্দিক পাণ্ডিয়ার ব্যাটিংয়ের জন্য। কামব্য়াক করেই অপরাজিত ৫৯ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন দলের অলরাউন্ডার। এদিন দুই বিভাগে পাণ্ডিয়া কোন ছন্দে থাকেন, সেটাও বড় পরীক্ষা।
