shono
Advertisement
Blind T20 World Cup

পর্যুদস্ত অস্ট্রেলিয়া, দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের মেয়েরা

অনবদ্য ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হন বাসন্তী হাঁসদা।
Published By: Prasenjit DuttaPosted: 05:43 PM Nov 22, 2025Updated: 06:56 PM Nov 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু বাধা পেরিয়ে ক্রিকেটের বিশ্বমঞ্চে দেশকে গর্বিত করলেন তাঁরা। দৃষ্টিহীনদের বিশ্বকাপে (Blind T20 World Cup) অপ্রতিরোধ্য ভারতের মেয়েরা। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছলেন বাসন্তী হাঁসদা, গঙ্গা কদমরা। শেষ চারে অনবদ্য ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হন বাসন্তী। 

Advertisement

শনিবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক টিসি দীপিকা। রাতভর বৃষ্টির কারণে আউটফিল্ডও স্যাঁতসেঁতে ছিল। সেই কারণে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের পক্ষে লাভজনক প্রমাণিত হয়। বল হাতে অনবদ্য শুরু করে ভারত। অধিনায়ক দীপিকা একটি অসাধারণ রান আউটও করেন। পরপর উইকেট খোয়াতে থাকে অজি দল। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ২০ ওভারে ১০৯ রানে।

জবাবে ব্যাট করতে নেমে গঙ্গা কদম ৩১ বলে ৪১ রান করেন। বাসন্তী হাঁসদার সংগ্রহ ৩৯ বলে ৪৫ রান। ৫ বলে ১৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন কে করুণা। মাত্র ১১.৫ ওভারে জয়ের রান তুলে নেয় ভারত। উল্লেখ্য, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে দৃষ্টিহীন মহিলাদের বিশ্বকাপ ১১ নভেম্বর দিল্লিতে শুরু হয়েছিল। বেঙ্গালুরুতেও কিছু ম্যাচ হয়। এরপর নকআউট পর্বের খেলা স্থানান্তরিত হয়েছে কলম্বোয়।

কর্নাটক, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, দিল্লি, অসম, বিহার - এই ন'টি রাজ্য থেকে মোট ১৬ জন ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পেয়েছেন। স্কুল শিক্ষক, বিভিন্ন প্রতিবন্ধী সংগঠন, কমিউনিটি ক্যাম্পের মাধ্যমে তাঁদের ক্রিকেটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। ভারতীয় দলের ম্যানেজার শিখা শেঠি বলেন, "বেশিরভাগ খেলোয়াড় গ্রামীণ পটভূমি থেকে উঠে এসেছেন। ভাষাটা একটা সমস্যা ছিল। তাছাড়াও সমাজিক বাধা তো ছিলই। কিন্তু সব কিছুকে জয় করে ওরা খেলছে শুধু নয়, দেশকেও গর্বিত করছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বহু বাধা পেরিয়ে ক্রিকেটের বিশ্বমঞ্চে দেশকে গর্বিত করলেন তাঁরা।
  • দৃষ্টিহীনদের বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারতের মেয়েরা।
  • সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছলেন বাসন্তী হাঁসদা, গঙ্গা কদমরা।
Advertisement