সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধা ভারতীয় মহিলা ক্রিকেট দলের। রবিবার কলম্বোয় শ্রীলঙ্কার মুখোমুখি হন হরমনপ্রীত কৌররা। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে গোটা ভারতীয় দল। এর আগে আইপিএলে একাধিক ম্যাচে ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলেছেন। এবার আন্তর্জাতিক কোনও ক্রিকেট ম্যাচে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শোক প্রকাশ করা হল।
প্রসঙ্গত, পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে ২২ এপ্রিল। বিকেলে পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। স্থানীয় সূত্রের দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে। ওই হামলায় ২৬ জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে। বিশ্বের শীর্ষনেতারা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এবার ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেও শহিদদের শ্রদ্ধা জানাল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
উল্লেখ্য, শনিবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে ‘ভারতীয় ক্রিকেটের মক্কা’ ইডেনেও। কেকেআর বনাম পাঞ্জাব কিংস ম্যাচে টসের বেশ কিছুক্ষণ আগেই যা ঘোষণা করা হয়। সেই মতো দুই দলই নীরবতা পালনে শামিল হয়।
২৩ এপ্রিল, পহেলগাঁওয়ে জঙ্গিহানায় নিহতদের স্মরণে বড় সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। মুম্বই ও সানরাইজার্স হায়দরাবাদের সেই ম্যাচে কোনও আতশবাজির রোশনাই ছিল না। বন্ধ ছিল চিয়ারলিডারের নাচও। ম্যাচের আগে নীরবতা পালন করা হয়েছিল। দু'দলের সমস্ত প্লেয়ার ও আম্পায়াররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন। এদিন স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরাও কালো আর্ম ব্যান্ড পরে নামলেন। উল্লেখ্য, প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৪৭ রানে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে মাত্র ১ উইকেট হারিয়ে এই লক্ষ্য পূরণ করে ভারত।
