shono
Advertisement
IPL 2025

দু'শোর কমেই শেষ 'রানমেশিন' হায়দরাবাদ! রেগে আগুন দলের তরুণ তুর্কি, ভাইরাল ভিডিও

লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরেছে হায়দরাবাদ।
Published By: Prasenjit DuttaPosted: 01:23 PM Mar 28, 2025Updated: 02:56 PM Mar 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেই ভেবেছিলেন লখনউ সুপার জায়ান্টসকে সহজেই হারিয়ে দেবে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু 'ফেভারিট' হায়দরাবাদই হেরে গিয়েছে। সানরাইজার্স প্রথম ব্যাট করে ১৯০ রান তোলে। সেই রান ২৩ বল বাকি থাকতেই চেজ করে নেয় লখনউ। হারের পরই হায়দরাবাদের তারকা ব্যাটার নীতীশ কুমার রেড্ডিকে নিয়ে একটি ভিডিও ভাইরাল। সেখানে তাঁকে মেজাজ হারাতে দেখা গিয়েছে।

Advertisement

ঠিক কী ঘটেছিল? তৃতীয় ওভারে পরপর বলে অভিষেক শর্মা (৬) এবং ঈশান কিষান (০)-কে আউট করেন লখনউয়ের শার্দুল ঠাকুর। ট্র্যাভিস হেডের সঙ্গে ইনিংস সামলানোর চেষ্টা করেন নীতীশ। তৃতীয় উইকেটে তাঁদের জুটিতে ওঠে ৬১ রান। ৪৭ রান করে হেড আউট হন। নীতীশ সাবধানে ব্যাট করতে থাকেন। কিন্তু ২৮ বলে ৩২ রান করে রবি বিষ্ণোইয়ের বলে বোল্ড হন। আউট হওয়ার পর তিনি মেজাজ হারিয়ে এমন কাণ্ড ঘটান, যার ভিডিও ভাইরাল হয়েছে।

আসলে সেট হয়ে আউট হয়ে যান নীতীশ। খুবই বিরক্ত মনে হচ্ছিল তাঁকে। সাজঘরে ফেরার পথেই রাগ সামলাতে পারেননি তিনি। রাগ গিয়ে পড়ে হেলমেটের উপর। সিঁড়ি বেয়ে ওঠার আগে রেগে কাঁই হয়ে নিজের হেলমেট সিঁড়িতে ছুড়ে মারতে দেখা যায় ২১ বছর বয়সি এই ক্রিকেটারকে। এতটাই জোরে শব্দ হয় যে, সামনে দাঁড়ানো এক নিরাপত্তারক্ষী পিছন ঘুরে তাকিয়ে বোঝার চেষ্টা করেন কী ঘটেছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবারের ম্যাচে হায়দরাবাদের টপ-অর্ডারে ধস নামান শার্দূল ঠাকুর। একাই তুলে নেন ৪ উইকেট। দলের হয়ে সর্বোচ্চ রান করেন অনিকেত বর্মা। জবাবে নিজামের শহরে ঝড় তোলেন মিচেল মার্শ (৫২) এবং নিকোলাস পুরান (৭০)। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার পন্থ অবশ্য় ব্যাট হাতে ব্য়র্থ হন। ১৫ রানে ফেরেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনেকেই ভেবেছিলেন লখনউ সুপার জায়ান্টসকে সহজেই হারিয়ে দেবে সানরাইজার্স হায়দরাবাদ।
  • কিন্তু 'ফেভারিট' হায়দরাবাদই হেরে গিয়েছে।
  • সেট হয়ে আউট হয়ে যান নীতীশ।
Advertisement