সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের হয়ে তাঁকে শেষবার খেলতে দেখা গিয়েছিল ২০২২ সালে। অনেকের চোখেই তিনি 'ফুরিয়ে গিয়েছেন'। কিন্তু তিনি যে ফুরিয়ে যাননি, সেই প্রমাণ দিলেন। অসাধারণ এক নজির গড়লেন এই ভারতীয় পেসার। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম কোনও ভারতীয় ফাস্ট বোলার হিসেবে অনন্য এই মাইলস্টোন স্পর্শ করেছেন ভুবনেশ্বর কুমার।
ভারতের মাটিতে প্রথম কোনও পেসার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন ভুবনেশ্বর কুমার। এই রেকর্ড আপাতত পীযূষ চাওলার দখলে। তাঁর শিকার ২৮৯ উইকেট। ২৮৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে যুজবেন্দ্র চাহাল। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ট্র্যাভিস হেডকে আউট করে ভারতের মাটিতে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ভুবির ঠিক পরেই রয়েছেন অমিত মিশ্র (২৪৮)। সব মিলিয়ে ৩০৫ টি-টোয়েন্টি ম্যাচে ৩২২ উইকেট নিয়েছেন তিনি। পাওয়ার প্লে এবং ডেথ ওভারে বোলিং করলেও তাঁর ইকোনমি রেট বেশ কম। মাত্র ৭.৩২। আইপিএলে ১৮৭ ম্যাচে ভুবির উইকেট সংখ্যা ১৯৪।
দীর্ঘদিন হায়দরাবাদে খেললেও এবার তিনি নাম লিখিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। ‘সুইং স্পেশালিস্ট’ ভুবনেশ্বর কুমারকে ১০.৭৫ কোটি টাকায় কিনে নেয় বেঙ্গালুরু কর্তৃপক্ষ। আর এবার নিজের পুরনো দলের বিরুদ্ধে রেকর্ড ভুবির। চলতি আইপিএলে ১১ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ৩৩ রানে ৩ উইকেট। চোটের কারণে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। ফর্মও আগের মতো ছিল না। চোট সারিয়ে ফিরে এসে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করছেন। যদিও এরপরেও ভারতীয় দলে তাঁর জায়গা হবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে।
আগেই প্লে অফ নিশ্চিত করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে পয়েন্ট টেবিলে উপরের দিকে থাকতে গেলে সানরাইজার্সকে হারাতেই হত তাদের। যদিও 'হেভিওয়েট' আরসিবি'কেই ৪২ রানে হারিয়ে দিয়েছেন ঈশান কিষাণরা। প্রথমে ব্যাটিং করে ২৩১ রানের পাহাড় গড়ে হায়দরাবাদ। ঈশান করেন ৯৪। জবাবে ১৮৯ রানে শেষ হয়ে যায় আরসিবি'র প্রতিরোধ। পরাজয়ের পর অবশ্য পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নেমে গিয়েছে বেঙ্গালুরু। অন্যদিকে, আটে হায়দরাবাদ। ম্যাচ হেরে গেলেও নজির গড়েছেন ভুবনেশ্বর। যা আগামী ম্যাচগুলোয় তাঁকে আত্মবিশ্বাস জোগাবে মনে করছে ক্রিকেট মহল।