আইপিএলের (IPL 2025) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ২২ মার্চ থেকে শুরু কোটি টাকার লিগ। মহা নিলামের পর কেমন হল কোন দল? কারা বেশি শক্তিশালী? একনজরে সব ফ্র্যাঞ্চাইজির শক্তি বা দুর্বলতা? আজ চেন্নাই সুপার কিংস।

আইপিএলের সবচেয়ে সফল দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি। পাঁচ বারের চ্যাম্পিয়ন। ১০ বারের ফাইনালিস্ট। এ পর্যন্ত ১৬ মরশুম খেলে ১২ বার প্লে-অফে সুযোগ পেয়েছে ইয়েলো আর্মি। সাফল্যের নিরিখে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া আর কোনও ফ্র্যাঞ্চাইজি চেন্নাইয়ের ধারেকাছে আসে না। চেন্নাইয়ের এই সাফল্যের মূলমন্ত্র দলের অন্দরের 'সুখী' পরিবেশ এবং ধারাবাহিকতা। এ বছরও সেই মন্ত্রেই সাফল্য পেয়ে চাইছে সিএসকে।
স্কোয়াড: ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, বংশ বেদি, আন্দ্রে সিদ্ধার্থ, সাইক রশিদ, এমএস ধোনি, ডেভন কনওয়ে, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, রাচীন রবীন্দ্র, আর. অশ্বিন, দীপক হুডা, জেমি ওভারটন, বিজয় শঙ্কর, স্যাম কুরান, রামকৃষ্ণ ঘোষ, মাথিশা পাথিরানা, খলিল আহমেদ, মুকেশ চৌধুরী, নাথান এলিস, গুরজপনীত সিং, অংশুল কম্বোজ, কমলেশ নগরকোটি, নূর আহমেদ, শ্রেয়স গোপাল
সম্ভাব্য একাদশ
ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক)
ডেভন কনওয়ে
রাহুল ত্রিপাঠী
শিবম দুবে
রাচীন রবীন্দ্র/স্যাম কুরান
রবীন্দ্র জাদেজা
মহেন্দ্র সিং ধোনি
রবিচন্দ্রন অশ্বিন
নূর আহমেদ
খলিল আহমেদ
মাথিশা পাথিরানা
ইমপ্যাক্ট প্লেয়ার: বিজয় শঙ্কর, মুকেশ চৌধুরী
শক্তি: চেন্নাইয়ের চিরাচারিত শক্তি ধারাবাহিকতা এবং টিম গেম। এবারও সেটাই তাঁদের ইউএসপি। স্কোয়াডের নিরিখে স্পিন চেন্নাইয়ের সবচেয়ে বড় শক্তি। চিপকের স্লো টার্নারে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, নূর আহমেদরা যে কোনও ব্যাটিং বিভাগকে বিপদে ফেলতে পারে। বিশেষ করে মহেন্দ্র সিং ধোনি যদি উইকেটের পিছনে দাঁড়ান, তাহলে এই বোলিং বিভাগ আরও প্রভাবী হতে পারে। চেন্নাইয়ের ব্যাটিং বিভাগও যথেষ্ট শক্তিশালী। ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবীন্দ্র জাদেজাদের মতো ভারতীয় ব্যাটারদের উপস্থিতি শিক্তিশালী করবে চেন্নাইকে। সেই সঙ্গে অবশ্যই উল্লেখ করতে হবে ফিনিশার ধোনির কথা।
দুর্বলতা: এ বছর সিএসকে-তে এমন একাধিক ক্রিকেটার রয়েছেন যারা হয়তো নিজেদের সেরা সময় পেরিয়েছেন। দীপক হুডা, রাহুল ত্রিপাঠীরা চেন্নাই জার্সিতে নিজেদের কতটা মেলে ধরতে পারবেন, সেটা প্রশ্নের। চেন্নাইয়ের পেস বিভাগ অনেকটাই নির্ভরশীল মাথিশা পাথিরানার উপরে। খলিল আহমেদ, মুকেশ চৌধুরীদের মতো ভারতীয় পেসাররা রয়েছেন বটে, কিন্তু টি-২০ ক্রিকেটে তাঁদের অতীত রেকর্ড এবং সাম্প্রতিক ফর্ম বিশেষ আশানুরূপ নয়। চেন্নাইয়ের (Chennai Super Kings) ভাগ্য অনেকটাই নির্ভর করবে 'ব্যাটার' মহেন্দ্র সিং ধোনির ফর্ম এবং ফিটনেসের উপর। হাঁটুর চোট যদি মাহিকে ভোগায়, তাহলে গোটা চেন্নাই টিম ভুগবে। প্রতিবছরের মতো এবারও চেন্নাইয়ের স্কোয়াডের গড় বয়স বাকি সব দলের চেয়ে বেশি। তাতে যেটা মূল সমস্যা সেটা হল ফিল্ডিং। সম্ভবত টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল ফিল্ডিং সাইড সিএসকে।
এক্স ফ্যাক্টর: শিবম দুবে। স্পিনটা দুর্দান্ত খেলেন। যে কোনও সময় ম্যাচের রং বদলানোর ক্ষমতা রাখেন। চিপকের পিচে বেশ উপযোগী ক্রিকেটার হতে পারেন দুবে। সঙ্গে তাঁর মিডিয়াম পেসও কাজে লাগবে।
সম্ভাবনা: ঘরের মাঠে ভালো ফর্ম দেখাতে পারলে চেন্নাইয়ের প্লেঅফে ওঠার সম্ভাবনা প্রবল। তবে সেজন্য দলের ব্যাটারদের ভালো খেলতে হবে।