shono
Advertisement
IPL 2025

ছন্নছাড়া স্ট্র্যাটেজি আর বিশ্রী ফিল্ডিংয়ের খেসারত, গুজরাটের কাছে হেরে প্লে অফের পথে ধাক্কা নাইটদের

ইডেন দর্শকদের মন জয় করলেন প্রাক্তন নাইট শুভমান গিল।
Published By: Sulaya SinghaPosted: 11:20 PM Apr 21, 2025Updated: 12:37 PM Apr 22, 2025

গুজরাট টাইটান্স: ১৯৮/৩ (শুভমান-৯০, সুদর্শন-৫২, বাটলার-৪১*)
কেকেআর: ১৫৯/৮ (রাহানে-৫০, অঙ্কৃষ-২৭*)
৩৯ রানে জয়ী গুজরাট টাইটান্স

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ম্যাচে পাঞ্জাবের কাছে নাস্তানাবুদ হওয়ার পর অজিঙ্ক রাহানেদের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছিল। সোমসন্ধ্যায় ঘরের মাঠে সেই ছবিটাই আরও স্পষ্ট হয়ে ধরা দিল। প্লে অফের পথ চওড়া করতে এদিন মূল্যবান ২টো পয়েন্ট ঝুলিতে ভরা ছিল অত্যন্ত জরুরি। কিন্তু সে লক্ষ্যে আর পৌঁছনো হল না। ইডেন গার্ডেন্সে রীতিমতো দাপটের সঙ্গে কেকেআরকে মাটি ধরাল গুজরাট টাইটান্স (KKR Vs GT)। আর এই হার বেশ কিছু প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিল নাইট শিবিরকে।

টসে জিতে এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়ে নাইট অধিনায়ক রাহানে জানান, প্রথম একাদশে জোড়া বদলের কথা। ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে না পারায় সাত ম্যাচ পর কুইন্টন ডি'কককে বসিয়ে দলে নেওয়া হয় গুরবাজকে। কিন্তু চলতি আইপিএলে (IPL 2025) প্রথমবার নেমে গিলের দলের পেসের সামনে টিকতেই পারলেন না তিনি। ফিরলেন মাত্র ১ রান করে। আনরিখ নখিয়ার পরিবর্তে খেলেন মইন আলি। ৩ ওভারে ২৭ রান দিয়ে তাঁর ঝুলিও শূন্য। বরং এদিন ইডেন দর্শকদের মন জয় করলেন প্রাক্তন নাইট শুভমান গিল। অধিনায়কের ৫৫ বলে ৯০ রানের চোখ ধাঁধানো ইনিংস বহুদিন মনে রাখবে ক্রিকেটের নন্দনকানন। তবে শুধু ব্যাট হাতেই নয়, অধিনায়ক হিসেবেও মাস্টারস্ট্রোক গিলের। খেলার ছন্দ ধরে রাখতে স্ট্যাটেজিক টাইম আউট না নিয়ে বল করিয়ে গেলেন তিনি। সেই সঙ্গে সঠিক সময়ে রশিদ খানের হাতে বল তুলে দিয়ে কেকেআরকে কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য় করলেন। অধিনায়কের মর্যাদা রেখে ফর্মে ফিরে জ্বলে উঠলেন আফগান স্পিনারও। তুলে নেন জোড়া উইকেট। 

সবমিলিয়ে এক নম্বর দলের মতোই পারফর্ম করল গুজরাট। কেকেআর সমর্থকদের শব্দব্রহ্ম যেন কাজেই এল না। উলটে রাহানের সেই গতে বাঁধা স্ট্র্যাটেজি দেখে রীতিমতো বিরক্তই হলেন সমর্থকরা। ১৬তম ওভারে বরুণের স্পেল শেষ। ডেথ ওভারে হর্ষিত ও বৈভবের উপর ভরসা। পরিস্থিতি অনুযায়ী স্ট্র্যাটেজি বদলের ধারকাছ দিয়ে গেলেন না রাহানে। গোদের উপর বিষফোঁড়ার মতোই কেকেআরের ফিল্ডিং। ম্যাচ শেষে রাহানে মেনেও নিলেন, অন্তত ১০/১৫ রান বাঁচানো যেত। 

এখানেই শেষ নয়, আন্দ্রে রাসেল কি শেষ? এ ম্যাচেই প্রশ্নটা আরও প্রকট হল। কারণ ১২ ওভারের আগে রাসেলের হাতে বল দিলেন না নাইট অধিনায়ক। আবার ফাইভ ডাউনে নেমে ২১ রানে ফিরলেন প্যাভিলিয়নে। তাঁকে নিয়ে কি আর পরীক্ষানিরীক্ষার সাহস পাচ্ছে না নাইট শিবির? প্রশ্ন আরও, প্রায় ২৪ কোটির ভেঙ্কটেশ আইয়ার কি কোনও দায়িত্বই পালন করবেন না? সর্বোপরি, গতবারের চ্যাম্পিয়নরা প্লে অফে পৌঁছতে পারবেন তো? উত্তরের খোঁজ কি করছে কিং খানের টিম ম্যানেজমেন্ট? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এদিন ইডেন দর্শকদের মন জয় করলেন প্রাক্তন নাইট শুভমান গিল।
  • অধিনায়কের ৫৫ বলে ৯০ রানের চোখ ধাঁধানো ইনিংস বহুদিন মনে রাখবে ক্রিকেটের নন্দনকানন।
  • তবে শুধু ব্যাট হাতেই নয়, অধিনায়ক হিসেবেও মাস্টারস্ট্রোক গিলের।
Advertisement