সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান! অবশেষে মাঠে ফিরতে চলেছেন জশপ্রীত বুমরাহ। বর্ডার গাভাসকর ট্রফির পর চোটের জন্য আর খেলতে পারেননি। আর আরসিবি'র বিরুদ্ধেই কামব্যাক হতে চলেছে বুম বুম বুমরাহর। অর্থাৎ কোহলি বনাম বুমরাহ দেখা যাচ্ছে। অন্যদিকে চোটের জন্য আগের ম্যাচে না খেললেও এই ম্যাচে খেলবেন রোহিত শর্মা। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।
বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে চোট পেয়েছিলেন বুমরাহ। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি। তবে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে ধীরে ধীরে ফিট হয়ে ওঠেন তিনি। প্রথমে জানা গিয়েছিল এপ্রিলের একেবারে শুরুতেই ফিরবেন। কিন্তু সেটা পিছিয়ে যায়, কারণ বোর্ড বুমরাহকে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি হয়। তবে পরে তিনি বোর্ডের ছাড়পত্র পেয়ে যান। তারপরও কোহলিদের বিরুদ্ধে খেলবেন কি না সেটা নিশ্চিত ছিল না। মাহেলা জয়বর্ধনে রবিবার বলেছিলেন, “হ্যাঁ, বুমরাহ খেলার জন্য প্রস্তুত।"
আর এদিন হার্দিক টসে জেতার পর ওয়াংখেড়েতে প্রবল উল্লাস। তখনও মুম্বই অধিনায়ক কিছু ঘোষণা করেননি। এমনকী দল ঘোষণার আগে সঞ্চালক রবি শাস্ত্রী জিজ্ঞেসই করে নিলেন তাঁকে, "বুম বুম বুমরাহ কি ফিরছেন?" উত্তরটা হ্যাঁ হতেই আরও একবার জনগর্জন ওয়াংখেড়েতে। সেই সঙ্গে জানালেন 'রো' অর্থাৎ রোহিতও ফিরছেন। হাঁটুর চোটের জন্য লখনউ ম্যাচে খেলতে পারেননি হিটম্যান। পরে রীতিমতো খোঁড়াতে দেখা যায় তাঁকে। কিন্তু রবিবার নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন। জয়বর্ধনে বলেছিলেন, “রোহিতকে দেখে ভালোই লাগল। এদিন নেটে ব্যাট করেছে। আশা করছি, আরসিবি-র বিরুদ্ধে খেলতে পারবে।” তাঁর সেই আশা পূর্ণ হল।
মুম্বইয়ের সাম্প্রতিক ফর্ম মোটেই আশাব্যঞ্জক নয়। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা ইতিমধ্যেই তিনটি ম্যাচ হেরে বসেছে। ২ পয়েন্ট নিয়ে তারা রয়েছে অষ্টম স্থানে। অন্যদিকে, আরসিবি এবারের আইপিএলে চমৎকার ছন্দে আছে। তারা এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে। জিতেছে দু’টিতে। পয়েন্ট চার। এবার দেখার বুমরাহ-রোহিত জুটিতে হালে পানি পায় কি না মুম্বই?