shono
Advertisement
KKR

বোর্ডের নতুন নিয়মের গেরোয় প্লে অফের স্বপ্নভঙ্গ! অভিযোগ তুলে কড়া চিঠি কেকেআরের

বৃষ্টির জন্য আরসিবি-কেকেআরের ম্যাচ বাতিল হয়ে যায়।
Published By: Arpan DasPosted: 11:56 AM May 21, 2025Updated: 11:56 AM May 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরতির পর আইপিএল শুরু হওয়ায় বেশ কিছু বদল এসেছে। বদলেছে প্লে অফ ও ফাইনালের ভেন্যুও। সেই সঙ্গে পরিবর্তন এসেছে 'কাট অফ' টাইমের। বৃষ্টির জন্য 'কাট অফ' সময় পিছিয়ে দেওয়া হয়েছে। আর তাতেই ক্ষুব্ধ কেকেআর। এমনকী বোর্ডকে চিঠিও দিয়েছেন নাইটদের সিইও ভেঙ্কি মাইসোর।

Advertisement

আচমকা বোর্ড এই নিয়ম নিয়ে আসায় ক্ষুব্ধ নাইট শিবির। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের খবর অনুযায়ী, বিসিসিআইকে মেল করেছেন ভেঙ্কি মাইসোর। এর আগে আরসিবি-কেকেআর ম্যাচ বৃষ্টির জন্য বাতিল করা হয়। সেই ম্যাচে এক বলও হয়নি। নির্ধারিত সময়ের ২৬ মিনিট আগেই সেই ম্যাচ বাতিল করা হয়। দু'দলই এক পয়েন্ট করে পায়। ঘটনাচক্রে, বিরতির পর সেটাই ছিল আইপিএলের প্রথম ম্যাচ। ওই ম্যাচে যদি নাইটরা জিতত, তাহলে প্লে অফের আশা বেঁচে থাকত। তখন কেন অতিরিক্ত 'কাট অফ'-এর নিয়ম জারি হয়নি?

ওই ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে, ভেঙ্কি মাইসোর মেলে লিখেছেন, 'বর্তমান পরিস্থিতিতে হয়তো মরশুমের মাঝপথে নিয়ম বদলানো দরকার ছিল। কিন্তু নিয়মবদলের ক্ষেত্রে ধারাবাহিকতা দরকার। সেই ম্যাচ বৃষ্টির জন্য বাতিল করা হয়। কিন্তু এখন যে অতিরিক্ত ১২০ মিনিট যোগ করা হয়েছে, সেটা সেই সময় হলে তাতে হয়তো ৫ ওভারের ম্যাচ করা সম্ভব হত। সেই ম্যাচ বাতিল হওয়ায় কেকেআরের প্লে অফে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়। মরশুমের মাঝপথে এই ধরনের ধারাবাহিকতাহীন সিদ্ধান্ত ঠিক নয়। আশা করছি, আপনারা বুঝতে পারছেন কেন আমরা দুঃখিত।'

ঠিক কী বদল এসেছে 'কাট অফ'-এর নিয়মে? বলা হচ্ছে, বৃষ্টিতে কোনও ম্যাচ আক্রান্ত হলে 'কাট অফ' টাইম আরও এক ঘণ্টা করে পিছিয়ে দেওয়া হবে। অর্থাৎ, আগে বৃষ্টি-বাদলা হলে, এক ঘণ্টা বাড়তি সময় অপেক্ষা করা হত। এখন থেকে সেই অপেক্ষার মেয়াদ বেড়ে হবে দু'ঘণ্টা। কেউ কেউ বলছিলেন, অন্যান্য বার এ জিনিস হয় না। কিন্তু এবার বর্ষা এগিয়ে আসছে বলে সেটা করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিরতির পর আইপিএল শুরু হওয়ায় বেশ কিছু বদল এসেছে। বদলেছে প্লে অফ ও ফাইনালের ভেন্যুও।
  • সেই সঙ্গে পরিবর্তন এসেছে 'কাট অফ' টাইমের। বৃষ্টির জন্য 'কাট অফ' সময় পিছিয়ে দেওয়া হয়েছে।
  • আর তাতেই ক্ষুব্ধ কেকেআর। এমনকী বোর্ডকে চিঠিও দিয়েছে নাইটদের সিইও ভেঙ্কি মাইসোর।
Advertisement